ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, যুবক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে পৃথক স্থানে বিজিবি ও পুলিশ অভিযান চালিয়ে ২৯৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার দিকে বিজিবি জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রাম থেকে এবং জীবননগর থানা-পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর হাসপাতাল পাড়া থেকে স্বর্ণ উদ্ধার করে। এ ঘটনায় বিজিবি সদস্যরা একজনকে আটক করেছে।

বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জীবননগর-দত্তনগর সড়ক দিয়ে দুজন ব্যক্তি মোটরসাইকেলে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে পাথিলা ঈদগাহ সংলগ্ন স্থানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করে। এসময় একজন মোটরসাইকেল থেকে পালিয়ে গেলেও সেলিম হোসেনকে (৩০) আটক করে বিজিবি। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫৯ ভরি ওজনের ১৬টি স্বর্ণের বার। সেলিম ঝিনাইদহের বাঘাডাঙ্গা গ্রামের জাফর আলীরে ছেলে।

অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতালপাড়া মসজিদের সামনে থেকে ১৩৬ ভরি ওজনের স্বর্ণের বার উদ্ধার করে। আর স্বর্ণের বার বহনকারী মোটরসাইকেল আরোহী জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের নুর বক্সের ছেলে শফিক ও হেমায়েত হোসেনের ছেলে রিপন হোসেন পালিয়ে যান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সেলিম হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে। বিজিবি কর্তৃক উদ্ধারকৃত সোনার মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা এবং পুলিশ কর্তৃক উদ্ধারকৃত সোনার মূল্য ১ কোটি ১৯ লাখ ৭৯ হাজার টাকা। এসব ঘটনায় জীবননগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। দুজনকে পলাতক দেখানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

প্রায় ৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, যুবক আটক

আপলোড টাইম : ০৮:৫০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

জীবননগর অফিস:
জীবননগরে পৃথক স্থানে বিজিবি ও পুলিশ অভিযান চালিয়ে ২৯৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার দিকে বিজিবি জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রাম থেকে এবং জীবননগর থানা-পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর হাসপাতাল পাড়া থেকে স্বর্ণ উদ্ধার করে। এ ঘটনায় বিজিবি সদস্যরা একজনকে আটক করেছে।

বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জীবননগর-দত্তনগর সড়ক দিয়ে দুজন ব্যক্তি মোটরসাইকেলে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে পাথিলা ঈদগাহ সংলগ্ন স্থানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করে। এসময় একজন মোটরসাইকেল থেকে পালিয়ে গেলেও সেলিম হোসেনকে (৩০) আটক করে বিজিবি। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫৯ ভরি ওজনের ১৬টি স্বর্ণের বার। সেলিম ঝিনাইদহের বাঘাডাঙ্গা গ্রামের জাফর আলীরে ছেলে।

অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসপাতালপাড়া মসজিদের সামনে থেকে ১৩৬ ভরি ওজনের স্বর্ণের বার উদ্ধার করে। আর স্বর্ণের বার বহনকারী মোটরসাইকেল আরোহী জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের নুর বক্সের ছেলে শফিক ও হেমায়েত হোসেনের ছেলে রিপন হোসেন পালিয়ে যান।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সেলিম হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে। বিজিবি কর্তৃক উদ্ধারকৃত সোনার মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা এবং পুলিশ কর্তৃক উদ্ধারকৃত সোনার মূল্য ১ কোটি ১৯ লাখ ৭৯ হাজার টাকা। এসব ঘটনায় জীবননগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। দুজনকে পলাতক দেখানো হয়েছে।