ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘বিদ্যুতের এমন ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগ করা উচিত’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / ১২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
অসহনীয় লোডশেডিং-এর প্রতিবাদে দেশজুড়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন এবং বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দেন বিএনপি নেতারা।

চুয়াডাঙ্গা:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি, লুটপাট অনিয়ম ও লোডশেডিং-এর প্রতিবাদে চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়। অবস্থান কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু। আরও বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান ওল্টু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নেতা হাবিবুর রহমান বুলেট, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জিবনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী সামদানী।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহামুদ ও জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুতের সংকটে দেশবাসী কষ্ট পাচ্ছে। সবকিছুর দাম বাড়লেও তাদের দুর্নীতি কমছে না। সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষের এখন দুর্বিষহ অবস্থা। এমন ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগ করা উচিত।’

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভিন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়াদ্দার সোনা, যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দার বিলু, আলমডাঙ্গা উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, এমদাদুল হক ডাবু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরিন বেগমসহ চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জিবননগর উপজেলা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দর্শনা পৌর এলাকার সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর:
বিদ্যুৎ-এর ভয়াবহ লোডশেডিং ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সারাদেশে বিদ্যুৎ-এর ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতবাদে মেহেরপুর জেলা বিএনপি এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। এসময় বিএনপির নেতারা মেহেরপুর বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এসপি মাসুদ অরুন। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।

ঝিনাইদহ:
পুলিশের বাঁধায় ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। তারা স্থানীয় বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে তসলিমা ক্লিনিকের সামনে সমাবেশ করে।

সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাবেক জেলা আহ্বায়ক মশিয়ুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, মাহবুবুর রহমান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান, আশরাফুল ইসলাম পিন্ট প্রমুখ বক্তব্য দেন। বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, সরকারের মন্ত্রী ও এমপিদের লুটপাট আর সীমাহীন ব্যর্থতার কারণে বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশে লুটপাট জায়েজ করার জন্য বিদ্যুতের ওপর ইনডেমিনিটি আইন করা হয়েছে। কুইক রেন্টালের নামে প্রধানমন্ত্রী ও তার আত্মীয় স্বজনেরা হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে অর্থনীতি ফাঁকা করে ফেলেছে।

এম এ মজিদ বলেন, দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে বিএনপি আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে। সমাবেশ শেষে মিছিল সহকারে ঝিনাইদহ ডিস্ট্রিবিউশন পাওয়ার কোম্পানির নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি দিতে গেলে তাতেও বাঁধা দেয় পুলিশ। পরে বিএনপির কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

‘বিদ্যুতের এমন ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগ করা উচিত’

আপলোড টাইম : ০৮:২৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
অসহনীয় লোডশেডিং-এর প্রতিবাদে দেশজুড়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন এবং বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দেন বিএনপি নেতারা।

চুয়াডাঙ্গা:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি, লুটপাট অনিয়ম ও লোডশেডিং-এর প্রতিবাদে চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করা হয়। অবস্থান কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু। আরও বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান ওল্টু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নেতা হাবিবুর রহমান বুলেট, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জিবনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী সামদানী।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহামুদ ও জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে বিদ্যুতের সংকটে দেশবাসী কষ্ট পাচ্ছে। সবকিছুর দাম বাড়লেও তাদের দুর্নীতি কমছে না। সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষের এখন দুর্বিষহ অবস্থা। এমন ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগ করা উচিত।’

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভিন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়াদ্দার সোনা, যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দার বিলু, আলমডাঙ্গা উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, এমদাদুল হক ডাবু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাসরিন বেগমসহ চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জিবননগর উপজেলা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও দর্শনা পৌর এলাকার সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা। এ ছাড়া যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর:
বিদ্যুৎ-এর ভয়াবহ লোডশেডিং ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সারাদেশে বিদ্যুৎ-এর ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতবাদে মেহেরপুর জেলা বিএনপি এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। এসময় বিএনপির নেতারা মেহেরপুর বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচির নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এসপি মাসুদ অরুন। পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।

ঝিনাইদহ:
পুলিশের বাঁধায় ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। তারা স্থানীয় বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে তসলিমা ক্লিনিকের সামনে সমাবেশ করে।

সমাবেশে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাবেক জেলা আহ্বায়ক মশিয়ুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, মাহবুবুর রহমান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান, আশরাফুল ইসলাম পিন্ট প্রমুখ বক্তব্য দেন। বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, সরকারের মন্ত্রী ও এমপিদের লুটপাট আর সীমাহীন ব্যর্থতার কারণে বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশে লুটপাট জায়েজ করার জন্য বিদ্যুতের ওপর ইনডেমিনিটি আইন করা হয়েছে। কুইক রেন্টালের নামে প্রধানমন্ত্রী ও তার আত্মীয় স্বজনেরা হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে অর্থনীতি ফাঁকা করে ফেলেছে।

এম এ মজিদ বলেন, দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে বিএনপি আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে। সমাবেশ শেষে মিছিল সহকারে ঝিনাইদহ ডিস্ট্রিবিউশন পাওয়ার কোম্পানির নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর কাছে স্মারকলিপি দিতে গেলে তাতেও বাঁধা দেয় পুলিশ। পরে বিএনপির কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি দেন।