ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্বামী-স্ত্রীসহ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বিনতলা মল্লিক পাড়ায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জ্বিনতলা মল্লিক পাড়ার নয়ন আহমেদ (৩২) ও তাঁর স্ত্রী বৃষ্টি খতুন (৩০) এবং বদর খানের ছেলে আসিফ আহাম্মেদ প্লাবন।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তারাপুর গ্রামপর মৃত নওশাদ আলীর ছেলে মতিউর রহমান (৩২) চুয়াডাঙ্গার দর্শনা হঠাৎপাড়ারয় বসবাস করেন। কিছুদিন পূর্বে চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বিনতলা মল্লিকপাড়ার নয়নের স্ত্রী বৃষ্টি খাতুনের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে গত ২৬ তারিখে সন্ধ্যায় মতিউর রহমানকে বাগানপাড়ার একটি নির্জন বাড়িতে ডেকে নেন বৃষ্টি খাতুন। পরে মতিউর রহমানকে জিম্মি করে মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করেন বৃষ্টি খাতুনরা। একপর্যায়ে প্রতারক চক্রকে ২৮ হাজার টাকা দিলে প্রতারক বৃষ্টি খাতুনরা মতিউরকে ছেড়ে দেয়। পরে আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন মতিউর রহমান।

ঘটনাটির সুষ্ঠু তদন্তপূর্বক গতকাল সদর থানা পুলিশের উপ-রিদর্শক (এসআই) মাসুদ রানাসহ সঙ্গীও ফোর্স জ্বিনতলা মল্লিক পাড়ায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে থানা হেফাজতে নেন। প্রতারণার দায়ে বৃষ্টি খাতুনসহ তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান কাজল বলেন, সংশ্লিষ্ট মামলায় গতকালই গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

স্বামী-স্ত্রীসহ প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপলোড টাইম : ১১:০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বিনতলা মল্লিক পাড়ায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- জ্বিনতলা মল্লিক পাড়ার নয়ন আহমেদ (৩২) ও তাঁর স্ত্রী বৃষ্টি খতুন (৩০) এবং বদর খানের ছেলে আসিফ আহাম্মেদ প্লাবন।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তারাপুর গ্রামপর মৃত নওশাদ আলীর ছেলে মতিউর রহমান (৩২) চুয়াডাঙ্গার দর্শনা হঠাৎপাড়ারয় বসবাস করেন। কিছুদিন পূর্বে চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বিনতলা মল্লিকপাড়ার নয়নের স্ত্রী বৃষ্টি খাতুনের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে গত ২৬ তারিখে সন্ধ্যায় মতিউর রহমানকে বাগানপাড়ার একটি নির্জন বাড়িতে ডেকে নেন বৃষ্টি খাতুন। পরে মতিউর রহমানকে জিম্মি করে মুক্তিপণ বাবদ এক লাখ টাকা দাবি করেন বৃষ্টি খাতুনরা। একপর্যায়ে প্রতারক চক্রকে ২৮ হাজার টাকা দিলে প্রতারক বৃষ্টি খাতুনরা মতিউরকে ছেড়ে দেয়। পরে আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন মতিউর রহমান।

ঘটনাটির সুষ্ঠু তদন্তপূর্বক গতকাল সদর থানা পুলিশের উপ-রিদর্শক (এসআই) মাসুদ রানাসহ সঙ্গীও ফোর্স জ্বিনতলা মল্লিক পাড়ায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে থানা হেফাজতে নেন। প্রতারণার দায়ে বৃষ্টি খাতুনসহ তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান কাজল বলেন, সংশ্লিষ্ট মামলায় গতকালই গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।