ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সমাজের বিত্তবানদের এতিম বাঁচ্চাদের পাশে দাঁড়ানোর আহ্বান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • / ৫৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় এতিম শিশুদের নিয়ে ফল উৎসব করেছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, এফবিসিসিআই-এর পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ডায়মন্ড ওর্য়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানা রোডস্থ সরকারি শিশু পরিবারের এতিমদের নিয়ে এ ফল উৎসব করা হয়। সরকারি শিশু পরিবারে নিজে উপস্থিত হয়ে এই মধুমাসের বিভিন্ন প্রকার ফল এতিম বাঁচ্চাদের হাতে তুলে দেন ও তাদের সাথে আড্ডায় মাতেন বাবু দিলীপ কুমার আগরওয়ালা।

এসময় বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘এই এতিম বাঁচ্চারা আমাদেরই সন্তান। আমি চুয়াডাঙ্গায় অর্থাৎ বাড়িতে আসলে এই বাঁচ্চাদের সাথে আড্ডা না দিলে আমার ভালো লাগে না। এর আগেও পবিত্র রমজান মাসে এদের সাথে ইফতার করেছি। ঈদের পর এসে বাঁচ্চাদের সাথে আড্ডা দিয়ে গেছি। তাই আমি চাই, আমার মতো যারা সমাজের বিত্তবান আছেন, সবাই যেন এই এতিম বাঁচ্চাদের নিজের সন্তান ভেবে সময় কাটিয়ে যাক।’ এসময় এতিম বাঁচ্চারা বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে জড়িয়ে ধরে ফলের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে।

এই ফল উৎসবে সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তামান্না তুরানি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার বাবু দিলীপ কুমার আগরওয়ালার আয়োজনে চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরে ৫৩ পদের ফল নিয়ে ডিসি-এসপিসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ফল উৎসব অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় গতকাল বুধবার সরকারি এতিমখানার বাঁচ্চাদের সাথে ফল উৎসব করেন বাবু দিলীপ কুমার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

সমাজের বিত্তবানদের এতিম বাঁচ্চাদের পাশে দাঁড়ানোর আহ্বান

আপলোড টাইম : ১১:০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় এতিম শিশুদের নিয়ে ফল উৎসব করেছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, এফবিসিসিআই-এর পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)-এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ডায়মন্ড ওর্য়াল্ডের ব্যবস্থাপনা পরিচালক বাবু দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানা রোডস্থ সরকারি শিশু পরিবারের এতিমদের নিয়ে এ ফল উৎসব করা হয়। সরকারি শিশু পরিবারে নিজে উপস্থিত হয়ে এই মধুমাসের বিভিন্ন প্রকার ফল এতিম বাঁচ্চাদের হাতে তুলে দেন ও তাদের সাথে আড্ডায় মাতেন বাবু দিলীপ কুমার আগরওয়ালা।

এসময় বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘এই এতিম বাঁচ্চারা আমাদেরই সন্তান। আমি চুয়াডাঙ্গায় অর্থাৎ বাড়িতে আসলে এই বাঁচ্চাদের সাথে আড্ডা না দিলে আমার ভালো লাগে না। এর আগেও পবিত্র রমজান মাসে এদের সাথে ইফতার করেছি। ঈদের পর এসে বাঁচ্চাদের সাথে আড্ডা দিয়ে গেছি। তাই আমি চাই, আমার মতো যারা সমাজের বিত্তবান আছেন, সবাই যেন এই এতিম বাঁচ্চাদের নিজের সন্তান ভেবে সময় কাটিয়ে যাক।’ এসময় এতিম বাঁচ্চারা বাবু দিলীপ কুমার আগরওয়ালাকে জড়িয়ে ধরে ফলের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে।

এই ফল উৎসবে সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তামান্না তুরানি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার বাবু দিলীপ কুমার আগরওয়ালার আয়োজনে চুয়াডাঙ্গা শহরের পান্না সিনেমা হল চত্বরে ৫৩ পদের ফল নিয়ে ডিসি-এসপিসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ফল উৎসব অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় গতকাল বুধবার সরকারি এতিমখানার বাঁচ্চাদের সাথে ফল উৎসব করেন বাবু দিলীপ কুমার।