ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবা দানকারী কোনো প্রতিষ্ঠানের গাফিলতি মেনে নেওয়া হবে না

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৫৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ৩৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় পৌর এলাকার এতিমখানাপাড়ার স্বাধীনতা হল কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির প্রধান উপদেষ্টা ডা. জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা চাই সরকারের নিয়ম নীতিমালা মেনে এই নব নির্বাচিত কমিটি চুয়াডাঙ্গা জেলার মানুষের স্বাস্থ্যসেবার মানকে ত্বরান্বিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পাশাপাশি তিনি সবাইকে সাবধান করে বলেন, আগামী দিনে সাধারণ মানুষের কোন প্রকার হয়রানি মেনে নেওয়া হবে না। কোনো প্রতিষ্ঠানে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনকি সেই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে জানিয়ে নবগঠিত কমিটির সকল সদস্যের উদ্দেশ্যে সিভিল সার্জন আরও বলেন, আপনারা সকলে নিয়মনীতি মেনে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করবেন। অন্যরাও যেনো মেনে চলে সে বিষয়েও কমিটির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা রাখছি।
চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান চাঁদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ্ আকরাম দোলন, সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান কাজল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক আলামিন কবির, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন।

অভিষেক উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ডা. নুর আলম আকাশ। স্বাগত বক্তব্য দেন সমিতির সভাপতি সাংবাদিক কামরুজ্জামান চাঁদ ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মিঠু। এরপর শুরু হয় অতিথিসহ নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্ব। পরে মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কামরুজ্জামান চাঁদ, সহ-সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম রেজা, কোষাধ্যক্ষ হাসিবুল হক শান্ত, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক শিমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন, এজাজ আহমেদ সুমন, সাজ্জাদুর রহমান বুলু, রেজাউল করিম মুকুল। এছাড়াও নবগঠিত এ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. জিন্নাতুল আরা, উপদেষ্টা ডা. আবুল হোসেন, ডা. নুর আলম আকাশ, আব্দুর রহমান ও আনারুল ইসলাম। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদরসহ জীবননগর, দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিক অংশ নেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

স্বাস্থ্যসেবা দানকারী কোনো প্রতিষ্ঠানের গাফিলতি মেনে নেওয়া হবে না

আপলোড টাইম : ০৭:৫৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় পৌর এলাকার এতিমখানাপাড়ার স্বাধীনতা হল কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির প্রধান উপদেষ্টা ডা. জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা চাই সরকারের নিয়ম নীতিমালা মেনে এই নব নির্বাচিত কমিটি চুয়াডাঙ্গা জেলার মানুষের স্বাস্থ্যসেবার মানকে ত্বরান্বিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পাশাপাশি তিনি সবাইকে সাবধান করে বলেন, আগামী দিনে সাধারণ মানুষের কোন প্রকার হয়রানি মেনে নেওয়া হবে না। কোনো প্রতিষ্ঠানে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনকি সেই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে জানিয়ে নবগঠিত কমিটির সকল সদস্যের উদ্দেশ্যে সিভিল সার্জন আরও বলেন, আপনারা সকলে নিয়মনীতি মেনে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করবেন। অন্যরাও যেনো মেনে চলে সে বিষয়েও কমিটির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা রাখছি।
চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি কামরুজ্জামান চাঁদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ্ আকরাম দোলন, সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান কাজল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক আলামিন কবির, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন।

অভিষেক উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ডা. নুর আলম আকাশ। স্বাগত বক্তব্য দেন সমিতির সভাপতি সাংবাদিক কামরুজ্জামান চাঁদ ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মিঠু। এরপর শুরু হয় অতিথিসহ নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্ব। পরে মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কামরুজ্জামান চাঁদ, সহ-সভাপতি আজগার আলী, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম রেজা, কোষাধ্যক্ষ হাসিবুল হক শান্ত, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার সম্পাদক শিমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন, এজাজ আহমেদ সুমন, সাজ্জাদুর রহমান বুলু, রেজাউল করিম মুকুল। এছাড়াও নবগঠিত এ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. জিন্নাতুল আরা, উপদেষ্টা ডা. আবুল হোসেন, ডা. নুর আলম আকাশ, আব্দুর রহমান ও আনারুল ইসলাম। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদরসহ জীবননগর, দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিক অংশ নেন।