ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভূমি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৩৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা, আলমডাঙ্গা ও ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হয়েছে ভূমি সেবা সপ্তাহ। গতকাল সোমবার ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ করা হয়।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে অফিস চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, এসআই আমিনুর রহমান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। সভা পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ।
সভা শেষে পাঁচজনকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে পুরস্কৃত করা হয়। তারা হলেন- সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়কারী (প্রথম) কালিদাসপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেজাউল ইসলাম, দ্বিতীয় ঘোলদাড়ি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা খাইরুল কবীর, তৃতীয় আসমানখালি ভূমি উপ-সহকারী কর্মকর্তা ঈসা খান, সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর প্রদানকারী মনজুরুল হক রিপন ও সর্বোচ্চ লিজ মানি পরিশোধকারী পুরুষোত্তম আগরওয়ালা।

দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবির হোসেন। ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস থেকে শোভাযাত্রা বের হয়ে দামুড়হুদা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জীবননগর:
জীবননগরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান। এর আগে ভূমি সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা প্রমুখ। প্রধান অতিথি বলেন, ‘ভূমি সেবা থেকে কেউ যেন বাদ না পড়ে এবং ভূমি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করার অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহ:
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ স্লোগানে ঝিনাইদহে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সরকারি কৌঁসুলি বিকাশ কুমার ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। মানুষ এলাকায় বসেই অনেক সেবা পাচ্ছে। এই সেবা যাতে আরও সহজিকরণ করা যায়, সে বিষয়ে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। গতকাল থেকে শুরু হওয়ায় এ সেবা সপ্তাহ চলবে আগামী ২৮ মে পর্যন্ত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ভূমি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়

আপলোড টাইম : ০৪:১৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা, আলমডাঙ্গা ও ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হয়েছে ভূমি সেবা সপ্তাহ। গতকাল সোমবার ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুরস্কার বিতরণ করা হয়।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে অফিস চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, এসআই আমিনুর রহমান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। সভা পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ।
সভা শেষে পাঁচজনকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে পুরস্কৃত করা হয়। তারা হলেন- সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়কারী (প্রথম) কালিদাসপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেজাউল ইসলাম, দ্বিতীয় ঘোলদাড়ি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা খাইরুল কবীর, তৃতীয় আসমানখালি ভূমি উপ-সহকারী কর্মকর্তা ঈসা খান, সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর প্রদানকারী মনজুরুল হক রিপন ও সর্বোচ্চ লিজ মানি পরিশোধকারী পুরুষোত্তম আগরওয়ালা।

দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবির হোসেন। ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস থেকে শোভাযাত্রা বের হয়ে দামুড়হুদা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, জুড়ানপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জীবননগর:
জীবননগরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান। এর আগে ভূমি সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা প্রমুখ। প্রধান অতিথি বলেন, ‘ভূমি সেবা থেকে কেউ যেন বাদ না পড়ে এবং ভূমি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করার অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহ:
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ স্লোগানে ঝিনাইদহে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সরকারি কৌঁসুলি বিকাশ কুমার ঘোষ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। মানুষ এলাকায় বসেই অনেক সেবা পাচ্ছে। এই সেবা যাতে আরও সহজিকরণ করা যায়, সে বিষয়ে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। গতকাল থেকে শুরু হওয়ায় এ সেবা সপ্তাহ চলবে আগামী ২৮ মে পর্যন্ত।