ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • / ৫৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখন আর সকালে উঠে থানার সামনে মানুষের মাথা পড়ে থাকতে দেখা যায় না। যেকোনো সময়ের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ীদের না ধরে মাদকসেবীদের ধরার প্রবণতা দেখা যায়। কিন্তু প্রকৃত মাদক ব্যবসায়ীরা ধরা ছোঁয়ার বাইরে থাকলে সমাজ থেকে মাদক নির্মূল করা কঠিন। মাদকের সাথে সমাজের অনেক বড় বড় মাথা জড়িত আছে। সরকার সামাজিক সুরক্ষার জন্য বিভিন্ন ভাতা দিচ্ছে। মানুষের মৌলিক অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর। যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে হবে। তাহলে তারা বিপথে যেতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ হিসেবে পরিচিত করেছে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করেছি। কোনো মানুষ গৃহহীন থাকবে না।’ তিনি বলেন, বর্তমানে আলমডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। বর্তমান ওসি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে চেষ্টা করছেন।’

সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, কৃষি অফিসার হোসেন শহিদ সোহরাওয়ার্দি ও উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন ওসি বিপ্লব কুমার নাথ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, ডা. বেলু প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ১২:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখন আর সকালে উঠে থানার সামনে মানুষের মাথা পড়ে থাকতে দেখা যায় না। যেকোনো সময়ের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ীদের না ধরে মাদকসেবীদের ধরার প্রবণতা দেখা যায়। কিন্তু প্রকৃত মাদক ব্যবসায়ীরা ধরা ছোঁয়ার বাইরে থাকলে সমাজ থেকে মাদক নির্মূল করা কঠিন। মাদকের সাথে সমাজের অনেক বড় বড় মাথা জড়িত আছে। সরকার সামাজিক সুরক্ষার জন্য বিভিন্ন ভাতা দিচ্ছে। মানুষের মৌলিক অধিকার রক্ষায় সরকার বদ্ধপরিকর। যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করতে হবে। তাহলে তারা বিপথে যেতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত দেশ হিসেবে পরিচিত করেছে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করেছি। কোনো মানুষ গৃহহীন থাকবে না।’ তিনি বলেন, বর্তমানে আলমডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। বর্তমান ওসি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে চেষ্টা করছেন।’

সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, কৃষি অফিসার হোসেন শহিদ সোহরাওয়ার্দি ও উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন ওসি বিপ্লব কুমার নাথ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আবাসিক প্রকৌশলী শাহিনুর রহমান, ডা. বেলু প্রমুখ।