ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে সমাবেশ উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভায় অনিন্দ্য ইসলাম অমিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘এই সরকার বিশ্বব্যাপী ভোট চোর সরকার হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশেই যাচ্ছেন না কেন, সেখান থেকে চোর চোর ধ্বনি ওঠছে।’ তিনি বলেন, ‘এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে হঠাতে না পারলে দেশের গণতন্ত্র, বাক ও ব্যক্তি স্বাধীনতা বিপণ্ন হবে। কারণ এই সরকার ১৫ বছর এ দেশের মানুষের বুকের ওপর পাথরের মতো চেপে বসে আছে। তারা মানুষের শুধু ভোটের অধিকারই হরণ করেনি, কালো আইন তৈরি করে রাষ্ট্রীয় বাহিনীকে লেলিয়ে দিয়েছে মানুষের দিকে। গুম-খুনের রানী এই সরকারের প্রধান।’ গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্র্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন অনিন্দ্য ইসলাম অমিত।

উচ্চ আদালতের নির্দেশনা অবমাননা, গায়েবি মামলায় নির্বিচারে গণগ্রেপ্তার, মিথ্যা মামলা দিয়ে পুলিশ হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভয়াবহ লোডশেডিং ও আওয়ামী লীগের সর্বগ্রাসী লুটপাটসহ ১০ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্র ঘোষিত আগামী ২০ মে জনসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আক্তাররুজ্জামান, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ^াস, আলমগীর হোসেন আলম, সাজেদুর রহমান পাপপু প্রমুখ। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, গণতন্ত্র উদ্ধারে দেশের মানুষ রাস্তায় নেমেছে। এখন আর পিছুটানের সুযোগ নেই। জালেম শাহীর আস্তানা জনতার উত্তাল তরঙ্গে বঙ্গোপসাগরে নিক্ষিপ্তি হবেই ইনশাল্লাহ। তিনি আগামী ২০ মে তারিখের সমাবেশ সফল করতে ঝিনাইদহের আপামর জনতাকে উজির আলী স্কুলমাঠে সমবেত হওয়ার আহ্বান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে সমাবেশ উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভায় অনিন্দ্য ইসলাম অমিত

আপলোড টাইম : ০৮:৩৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

ঝিনাইদহ অফিস:
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘এই সরকার বিশ্বব্যাপী ভোট চোর সরকার হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দেশেই যাচ্ছেন না কেন, সেখান থেকে চোর চোর ধ্বনি ওঠছে।’ তিনি বলেন, ‘এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকারকে হঠাতে না পারলে দেশের গণতন্ত্র, বাক ও ব্যক্তি স্বাধীনতা বিপণ্ন হবে। কারণ এই সরকার ১৫ বছর এ দেশের মানুষের বুকের ওপর পাথরের মতো চেপে বসে আছে। তারা মানুষের শুধু ভোটের অধিকারই হরণ করেনি, কালো আইন তৈরি করে রাষ্ট্রীয় বাহিনীকে লেলিয়ে দিয়েছে মানুষের দিকে। গুম-খুনের রানী এই সরকারের প্রধান।’ গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্র্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন অনিন্দ্য ইসলাম অমিত।

উচ্চ আদালতের নির্দেশনা অবমাননা, গায়েবি মামলায় নির্বিচারে গণগ্রেপ্তার, মিথ্যা মামলা দিয়ে পুলিশ হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভয়াবহ লোডশেডিং ও আওয়ামী লীগের সর্বগ্রাসী লুটপাটসহ ১০ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্র ঘোষিত আগামী ২০ মে জনসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আক্তাররুজ্জামান, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ^াস, আলমগীর হোসেন আলম, সাজেদুর রহমান পাপপু প্রমুখ। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, গণতন্ত্র উদ্ধারে দেশের মানুষ রাস্তায় নেমেছে। এখন আর পিছুটানের সুযোগ নেই। জালেম শাহীর আস্তানা জনতার উত্তাল তরঙ্গে বঙ্গোপসাগরে নিক্ষিপ্তি হবেই ইনশাল্লাহ। তিনি আগামী ২০ মে তারিখের সমাবেশ সফল করতে ঝিনাইদহের আপামর জনতাকে উজির আলী স্কুলমাঠে সমবেত হওয়ার আহ্বান জানান।