ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৯টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৯টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত পুলিশ আলমডাঙ্গা ও কুষ্টিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করে। গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের স্কুলপাড়ার বজলুর রহমানের ছেলে রাসেল (৩২), একই পাড়ার মারজুল রহমানের ছেলে সোহেল (২৬), আলমডাঙ্গা উদয়পুর গ্রামের আয়ুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৭), আলমডাঙ্গা কুমারী গাংপাড়ার আব্দুল মজিদের ছেলে মারুফ হোসেন (২৩), কুষ্টিয়ার মিরপুর উপজেলার শ্রীরামপুর পূর্বপাড়ার নুরুল ইসলামের ছেলে আব্বাস উদ্দিন (৪২) ও বাঁশবাড়িয়া গ্রামের কুরশা এলাকার মৃত মসলেম মন্ডলের ছেলে জমির আলী (৩৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন,‘আলমডাঙ্গা থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সাদা ব্রিজের কাছে অভিযান চালিয়ে সোহেল ও রাসেলকে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের দেওয়া তথ্যর ভিত্তিতে পুলিশ আলমডাঙ্গা ও কুষ্টিয়া এবং ঝিনাইদহে অভিযান চালিয়ে ৭টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের আরও ৪ সদস্যকে আটক করে।’ তিনি আরও বলেন, ‘অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিকেলে তাদের আলমডাঙ্গা আমলি আদালতে সোপর্দ করা হয়।’ সংবাদ সম্মেলনে আলমডঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ৯টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আপলোড টাইম : ০৮:২১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৯টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত পুলিশ আলমডাঙ্গা ও কুষ্টিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করে। গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের স্কুলপাড়ার বজলুর রহমানের ছেলে রাসেল (৩২), একই পাড়ার মারজুল রহমানের ছেলে সোহেল (২৬), আলমডাঙ্গা উদয়পুর গ্রামের আয়ুব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৭), আলমডাঙ্গা কুমারী গাংপাড়ার আব্দুল মজিদের ছেলে মারুফ হোসেন (২৩), কুষ্টিয়ার মিরপুর উপজেলার শ্রীরামপুর পূর্বপাড়ার নুরুল ইসলামের ছেলে আব্বাস উদ্দিন (৪২) ও বাঁশবাড়িয়া গ্রামের কুরশা এলাকার মৃত মসলেম মন্ডলের ছেলে জমির আলী (৩৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন,‘আলমডাঙ্গা থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সাদা ব্রিজের কাছে অভিযান চালিয়ে সোহেল ও রাসেলকে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের দেওয়া তথ্যর ভিত্তিতে পুলিশ আলমডাঙ্গা ও কুষ্টিয়া এবং ঝিনাইদহে অভিযান চালিয়ে ৭টি মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের আরও ৪ সদস্যকে আটক করে।’ তিনি আরও বলেন, ‘অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিকেলে তাদের আলমডাঙ্গা আমলি আদালতে সোপর্দ করা হয়।’ সংবাদ সম্মেলনে আলমডঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।