ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ্যে ধূমপান করায় ৯ জনের জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৫৮ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
আলমডাঙ্গা ও জীবননগরে প্রকাশ্যে ধূমপানের অপরাধে ৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে জীবননগর বাজারে থানা-পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল জীবননগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রকাশ্যে ধূমপান করায় অপরাধে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে ২৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একজন ব্যক্তি যদি প্রকাশ্যে ধূমপান করেন, তাহলে তার আশপাশের লোকজনের ক্ষতি হয়। তাই কেউ প্রকাশ্যে ধূমপান করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা রেল স্টেশন ও ইজিবাইক স্ট্যান্ডে প্রকাশ্যে ধূমপান করায় চারজনকে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, প্রকাশ্যে ধূমপানের অপরাধে তামাজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে ৩০০ টাকা করে মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিল আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

প্রকাশ্যে ধূমপান করায় ৯ জনের জরিমানা

আপলোড টাইম : ০৭:০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

জীবননগর অফিস:
আলমডাঙ্গা ও জীবননগরে প্রকাশ্যে ধূমপানের অপরাধে ৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে জীবননগর বাজারে থানা-পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল জীবননগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রকাশ্যে ধূমপান করায় অপরাধে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে ২৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র বলেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একজন ব্যক্তি যদি প্রকাশ্যে ধূমপান করেন, তাহলে তার আশপাশের লোকজনের ক্ষতি হয়। তাই কেউ প্রকাশ্যে ধূমপান করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা রেল স্টেশন ও ইজিবাইক স্ট্যান্ডে প্রকাশ্যে ধূমপান করায় চারজনকে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ জানান, প্রকাশ্যে ধূমপানের অপরাধে তামাজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে ৩০০ টাকা করে মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিল আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল।