ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদা সীমান্তে ১১ কেজি রুপার গহনা উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৮৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা সীমান্ত থেকে ১১ কেজি রুপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬)। গতকাল রোববার বেলা দুইটার দিকে উপজেলার মুন্সিপুর থেকে এ রুপার গহনা উদ্ধার করা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপার একটি বড় চালান পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপির একটি টহল কমান্ডার নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে সীমান্ত পিলার কাছে মাঠের মধ্যে অবস্থান নেয়। বেলা দুইটার দিকে সীমান্তের শূন্য লাইন সংলগ্ন রাস্তা দিয়ে ঠাকুরপুরের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখে টহল দল তাকে ধাওয়া করে। এসময় তিনি কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে টহল দল মোটরসাইকেলটি জব্দ করে একটি একটি পলিথিনের ব্যাগ থেকে ১০ কেজি ৯৯৪ গ্রাম (৯৪২.৫৬ ভরি) ভারতীয় তৈরি রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা বলে জানায় বিজিবি। তিনি আরও জানান, এ ঘটনায় নায়েক আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা করেছেন। আর জব্দ রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদা সীমান্তে ১১ কেজি রুপার গহনা উদ্ধার

আপলোড টাইম : ০৭:০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা সীমান্ত থেকে ১১ কেজি রুপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬)। গতকাল রোববার বেলা দুইটার দিকে উপজেলার মুন্সিপুর থেকে এ রুপার গহনা উদ্ধার করা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপার একটি বড় চালান পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপির একটি টহল কমান্ডার নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে সীমান্ত পিলার কাছে মাঠের মধ্যে অবস্থান নেয়। বেলা দুইটার দিকে সীমান্তের শূন্য লাইন সংলগ্ন রাস্তা দিয়ে ঠাকুরপুরের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখে টহল দল তাকে ধাওয়া করে। এসময় তিনি কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে টহল দল মোটরসাইকেলটি জব্দ করে একটি একটি পলিথিনের ব্যাগ থেকে ১০ কেজি ৯৯৪ গ্রাম (৯৪২.৫৬ ভরি) ভারতীয় তৈরি রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা বলে জানায় বিজিবি। তিনি আরও জানান, এ ঘটনায় নায়েক আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা করেছেন। আর জব্দ রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে।