ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ট্রাকচাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, চালক ও হেল্পারকে গণপিটুনি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান (১১) নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি বটতলায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আয়ানের মৃত্যু হলে উত্তেজিত জনতা ট্রাকচালক ও হেল্পারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আয়ান উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের ওবাইদুর রহমান ওল্টুর একমাত্র ছেলে ও রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। চঞ্চল আয়ানের মর্মান্তিক মৃত্যুতে রোয়াকুলি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
আয়ানের পরিবার সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার কারণে স্কুল ছুটি থাকায় গতকাল বেলা ১১টার দিকে আয়ান নিজের শখের সাইকেল নিয়ে রোয়াকুলি রেলগেটে মাথার চুল কাটতে যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় সাবধানে যাবে এবং চুল কাটা হলেই বাড়িতে ফিরে আসবে বলে যায় আয়ান। দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা স্থানীয়দের মাধ্যমে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ানের মৃত্যুর খবর পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আয়ান নিজ বাইসাইকেল চালিয়ে রোয়াকুলি রেলগেইটের দিক থেকে বাড়ি যাচ্ছিল। এসময় পিছন থেকে বালুভর্তি একটি ট্রাক আয়ানের সাইকেলে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ আয়ান রাস্তার আছড়ে পড়লে ট্রাকের চাকা আয়ানের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গ্রামের সাধারণ লোকজন ও পথচারীরা ট্রাক থামিয়ে চালক ও হেল্পারকে গণপিটুনি দেয়। খবর পেয়ে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক ও হেল্পারকে আটক করে ও সুরতহাল প্রতিবেদনের জন্য আয়ানের লাশ উদ্ধার করে। এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে নেয়।

পুলিশ জানায়, শিশুটির মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেল্পারকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে। পরে চালক ও হেল্পারকে প্রাথমিক চিকিৎসার জন্য আলমডাঙ্গা উপজেলা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে, এ ঘটনায় আয়ানের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় গতকাল বিকেলেই লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করে থানা পুলিশ। শিশুটির নিথর দেহ বাড়িতে ফিরলে রোয়াকুলি গ্রামজুড়ে কান্নার রোল পড়ে। ভারি হয়ে ওঠে চারপাশ। গতকাল বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আয়ানের লাশের দাফন সম্পন্ন করা হয়।

শিশু আয়ানের ফাইল ছবি
শিশু আয়ানের ফাইল ছবি

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গ্রামবাসী ট্রাকের চালক ও হেল্পারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরপরই পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে। তবে এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় ট্রাকচাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, চালক ও হেল্পারকে গণপিটুনি

আপলোড টাইম : ০৭:০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় বালুভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান (১১) নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি বটতলায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আয়ানের মৃত্যু হলে উত্তেজিত জনতা ট্রাকচালক ও হেল্পারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আয়ান উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের ওবাইদুর রহমান ওল্টুর একমাত্র ছেলে ও রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। চঞ্চল আয়ানের মর্মান্তিক মৃত্যুতে রোয়াকুলি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।
আয়ানের পরিবার সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার কারণে স্কুল ছুটি থাকায় গতকাল বেলা ১১টার দিকে আয়ান নিজের শখের সাইকেল নিয়ে রোয়াকুলি রেলগেটে মাথার চুল কাটতে যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় সাবধানে যাবে এবং চুল কাটা হলেই বাড়িতে ফিরে আসবে বলে যায় আয়ান। দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা স্থানীয়দের মাধ্যমে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ানের মৃত্যুর খবর পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আয়ান নিজ বাইসাইকেল চালিয়ে রোয়াকুলি রেলগেইটের দিক থেকে বাড়ি যাচ্ছিল। এসময় পিছন থেকে বালুভর্তি একটি ট্রাক আয়ানের সাইকেলে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ আয়ান রাস্তার আছড়ে পড়লে ট্রাকের চাকা আয়ানের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গ্রামের সাধারণ লোকজন ও পথচারীরা ট্রাক থামিয়ে চালক ও হেল্পারকে গণপিটুনি দেয়। খবর পেয়ে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক ও হেল্পারকে আটক করে ও সুরতহাল প্রতিবেদনের জন্য আয়ানের লাশ উদ্ধার করে। এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পে নেয়।

পুলিশ জানায়, শিশুটির মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেল্পারকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে। পরে চালক ও হেল্পারকে প্রাথমিক চিকিৎসার জন্য আলমডাঙ্গা উপজেলা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে, এ ঘটনায় আয়ানের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় গতকাল বিকেলেই লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করে থানা পুলিশ। শিশুটির নিথর দেহ বাড়িতে ফিরলে রোয়াকুলি গ্রামজুড়ে কান্নার রোল পড়ে। ভারি হয়ে ওঠে চারপাশ। গতকাল বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আয়ানের লাশের দাফন সম্পন্ন করা হয়।

শিশু আয়ানের ফাইল ছবি
শিশু আয়ানের ফাইল ছবি

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গ্রামবাসী ট্রাকের চালক ও হেল্পারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরপরই পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে। তবে এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।’