ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৪৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার আলোজনা সভা ও স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা জানানো হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মা ছোট্ট একটি শব্দ, কিন্তু পৃথিবীর সবথেকে মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মাানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পৃথিবীব্যাপী বিশ্ব মা দিবস পালন করা হয়। মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। মায়ের প্রতি প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে।’ এসময় চুয়াডাঙ্গায় পাঁচজন স্বপ্নজয়ী মায়েদের হাতে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানসহ অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অফিসের উদ্যোগে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ও সমাজসেবা অফিসার নাজমুল হক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, সরকারি কলেজের প্রভাষক জিয়াউর রহমান প্রমুখ। এ বছর আলমডাঙ্গা উপজেলা থেকে স্বপ্নজয়ী মায়ের পুরস্কার পেয়েছেন গোবিন্দপুর গ্রামের মীর আবুল হোসেনের মেয়ে ও রাঙামাটির পুলিশ সুপারের মা মোছা. লাইলি বেগম। গতকাল আলমডাঙ্গার স্বপ্নজয়ী মা হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।

আন্দুলবাড়ীয়া:
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মা দিবস পালন করেছে ‘রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন’ (আরআরএফ) সমৃদ্ধি কর্মসূচির আন্দুলবাড়ীয়া ইউনিট। দিবসটি পালনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আরিফ হোসেনের নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমৃদ্ধি কেন্দ্রে এসে শেষ হয়। র‌্যালি শেষে সকাল ৯টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সমৃদ্ধি কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আরআরএফ আঞ্চলিক ব্যবস্থাপক মনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা হাদিসা খাতুন, ডা. মাহাবুর রহমান, শিক্ষা সুপারভাইজার বাপ্পী রায়, সমাজ উন্নয়ন কর্মকর্তা খৃষ্ঠফার তরঙ্গ বিশ্বাস জিৎ, সমৃদ্ধি শিক্ষা কেন্দ্রের শিক্ষক মুস্তারী খাতুন, মরিয়ম আক্তার, সেলিনা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক সুফিয়া খাতুন, শারমিন সুলতানা ও আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আছিয়া খাতুন।
মেহেরপুর:
‘শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা’ প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মেহেরপুর জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, পিপি পল্লব ভট্টাচার্য, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালন

আপলোড টাইম : ০৬:৪৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল রোববার আলোজনা সভা ও স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা জানানো হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্বপ্নজয়ী মায়েদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মা ছোট্ট একটি শব্দ, কিন্তু পৃথিবীর সবথেকে মধুরতম ডাক। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম ভালোবাসা। তাইতো মমতাময়ী মায়ের সম্মাানে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পৃথিবীব্যাপী বিশ্ব মা দিবস পালন করা হয়। মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে কোনো দিনক্ষণ প্রয়োজন হয় না। মায়ের প্রতি প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে।’ এসময় চুয়াডাঙ্গায় পাঁচজন স্বপ্নজয়ী মায়েদের হাতে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানসহ অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অফিসের উদ্যোগে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ও সমাজসেবা অফিসার নাজমুল হক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, সরকারি কলেজের প্রভাষক জিয়াউর রহমান প্রমুখ। এ বছর আলমডাঙ্গা উপজেলা থেকে স্বপ্নজয়ী মায়ের পুরস্কার পেয়েছেন গোবিন্দপুর গ্রামের মীর আবুল হোসেনের মেয়ে ও রাঙামাটির পুলিশ সুপারের মা মোছা. লাইলি বেগম। গতকাল আলমডাঙ্গার স্বপ্নজয়ী মা হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।

আন্দুলবাড়ীয়া:
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মা দিবস পালন করেছে ‘রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন’ (আরআরএফ) সমৃদ্ধি কর্মসূচির আন্দুলবাড়ীয়া ইউনিট। দিবসটি পালনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আরিফ হোসেনের নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমৃদ্ধি কেন্দ্রে এসে শেষ হয়। র‌্যালি শেষে সকাল ৯টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সমৃদ্ধি কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আরআরএফ আঞ্চলিক ব্যবস্থাপক মনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা হাদিসা খাতুন, ডা. মাহাবুর রহমান, শিক্ষা সুপারভাইজার বাপ্পী রায়, সমাজ উন্নয়ন কর্মকর্তা খৃষ্ঠফার তরঙ্গ বিশ্বাস জিৎ, সমৃদ্ধি শিক্ষা কেন্দ্রের শিক্ষক মুস্তারী খাতুন, মরিয়ম আক্তার, সেলিনা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক সুফিয়া খাতুন, শারমিন সুলতানা ও আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আছিয়া খাতুন।
মেহেরপুর:
‘শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা’ প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মেহেরপুর জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, পিপি পল্লব ভট্টাচার্য, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর প্রমুখ।