ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় শিক্ষক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদানকালে জেলা পরিষদের চেয়ারম্যান মন্জু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা শিক্ষাবিদ ফোরামের আয়োজনে জেলার ২৩ জন শিক্ষক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা শিক্ষাবিদ ফোরামের সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু।
যে সব বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে তাঁরা হলেন- ফকির মোহাম্মদ, হাফিজুর রহমান, গোলাম সরওয়ার সিদ্দিক, লাল মোহাম্মদ, মোজাম্মেল হক, গোলাম মোহাম্মদ, আবুল কাশেম, ওয়াহেদ আলী, আতিয়ার রহমান, ফজলুল হক, সানোয়ার হোসেন, আব্দুল লতিফ, মওসুফা বেগম, এম ওলিউল্লাহ সিদ্দিক, আবুল কাশেম, এরশাদ আলী, সিরাজুল ইসলাম, আমজাদ হোসেন, শওকত আলী, সাইদুর রহমান, আনিসউদ্দীন, ইসহাক অলী ও রিয়াজুল মোস্তফা মো. আসরাফুদৌলা।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ও বিশিষ্ট সমাজকর্মী মো. আজিজুল হক। সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মওসুফা বেগম, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, এ কে এম আলী আখতার ও সেলিনা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ শাজাহান আলী বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশের পবিত্র মাটিতে কোনো দিনও স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’ এদিকে, আগামীতে অন্যান্য পেশায় যে সকল মুক্তিযোদ্ধা কাজ করছেন, তাঁদেরও পর্যায়ক্রমে সংবর্ধনা প্রদান করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় শিক্ষক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদানকালে জেলা পরিষদের চেয়ারম্যান মন্জু

আপলোড টাইম : ১০:৫৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা শিক্ষাবিদ ফোরামের আয়োজনে জেলার ২৩ জন শিক্ষক বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা শিক্ষাবিদ ফোরামের সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু।
যে সব বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়েছে তাঁরা হলেন- ফকির মোহাম্মদ, হাফিজুর রহমান, গোলাম সরওয়ার সিদ্দিক, লাল মোহাম্মদ, মোজাম্মেল হক, গোলাম মোহাম্মদ, আবুল কাশেম, ওয়াহেদ আলী, আতিয়ার রহমান, ফজলুল হক, সানোয়ার হোসেন, আব্দুল লতিফ, মওসুফা বেগম, এম ওলিউল্লাহ সিদ্দিক, আবুল কাশেম, এরশাদ আলী, সিরাজুল ইসলাম, আমজাদ হোসেন, শওকত আলী, সাইদুর রহমান, আনিসউদ্দীন, ইসহাক অলী ও রিয়াজুল মোস্তফা মো. আসরাফুদৌলা।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ও বিশিষ্ট সমাজকর্মী মো. আজিজুল হক। সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মওসুফা বেগম, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, এ কে এম আলী আখতার ও সেলিনা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ শাজাহান আলী বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে বাংলাদেশের পবিত্র মাটিতে কোনো দিনও স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’ এদিকে, আগামীতে অন্যান্য পেশায় যে সকল মুক্তিযোদ্ধা কাজ করছেন, তাঁদেরও পর্যায়ক্রমে সংবর্ধনা প্রদান করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।