ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ৩

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:০০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • / ৩৩ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগরে অভিযান চালিয়ে ১ কোটি ৪৩ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ঘুগরাগাছী থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়। বিষয়টি গতকাল রাত ১০টার দিকে নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা।

আটক তিনজন হলেন- ঘুগরাগাছী গ্রামের মৃত আ. কাদের খানের ছেলে মাজহারুল ইসলাম খান (৩২), একই গ্রামের হাসেম আলীর ছেলে আছির উদ্দিন (৪৫) ও রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামের মৃত আ. আজিজের ছেলে শাহাব উদ্দিন। জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ঘুগরাগাছীতে অভিযান পরিচালনা করে। এসময় আসামিদের কাছ থেকে ১ কেজি ৮ শ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা। মামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ৩

আপলোড টাইম : ০৩:০০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

জীবননগর অফিস:
জীবননগরে অভিযান চালিয়ে ১ কোটি ৪৩ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ঘুগরাগাছী থেকে স্বর্ণসহ তাদের আটক করা হয়। বিষয়টি গতকাল রাত ১০টার দিকে নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা।

আটক তিনজন হলেন- ঘুগরাগাছী গ্রামের মৃত আ. কাদের খানের ছেলে মাজহারুল ইসলাম খান (৩২), একই গ্রামের হাসেম আলীর ছেলে আছির উদ্দিন (৪৫) ও রায়পুর ইউনিয়নের বাড়ান্দি গ্রামের মৃত আ. আজিজের ছেলে শাহাব উদ্দিন। জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ঘুগরাগাছীতে অভিযান পরিচালনা করে। এসময় আসামিদের কাছ থেকে ১ কেজি ৮ শ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা। মামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।