ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

একসঙ্গে জন্ম নিলো চার কন্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ৪৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে এক সঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কল্পনা খাতুন (২৬) নামের এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আঁখি তারা জেনারেল হাসপাতাল নামের ওই ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন কল্পনা। তবে অপুষ্ট হওয়ায় নবজাতকদের ও অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় প্রসূতি কল্পনাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে। কল্পনা দামুড়হুদা উপজেলার জুরানপুর ইউনিয়নের বৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার দিনমজুর মাহাবুবের স্ত্রী। তাদের নাঈম নামের ১০ বছর বয়সী একটি সন্তানও রয়েছে।

চার কন্যার জনক মাহাবুব বলেন, ‘চার কন্যা সন্তানের জন্য যেমন খুশিতে আত্মহারা হয়েছি, আবার ক্লিনিকের বিল মেটাবো কিভাবে তা নিয়ে চিন্তায় পড়েছি। আমি সামান্য রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালায়। আমার নবজাতক চার সন্তান সুস্থ থাকলেও তাদের মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। চার মেয়ে ও তাদের মাকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ক্লিনিকের বিল মেটানোর সাম্যর্থ আমার নেই। যদি সহযোগিতা পায়, তাহলে সন্তানদের লালনপালন করা সহজ হবে।’

আঁখি তারা ক্লিনিকের স্বত্বাধিকারী চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রসূতি কল্পনা খাতুনকে এই ক্লিনিকের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চারটি কন্যা সন্তানের জন্ম দেন। নবজাতক চারজনই সুস্থ আছে। তবে প্রসূতি মায়ের অতিরিক্ত রক্তরক্ষণ হয়েছে। পরে চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালের গাইনি বিভাগে নেওয়া হবে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘চার নবজাতকই কিছুটা অপুষ্ট হলেও অক্সিজেন ছাড়াই তারা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে। চারজনই শিশু ওয়ার্ডে আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের চেহারায় ভিন্নতা আসবে বলে মনে হচ্ছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত চার নবজাতক ও তাদের মা সদর হাসপতালে

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

একসঙ্গে জন্ম নিলো চার কন্যা

আপলোড টাইম : ০২:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে এক সঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কল্পনা খাতুন (২৬) নামের এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আঁখি তারা জেনারেল হাসপাতাল নামের ওই ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন কল্পনা। তবে অপুষ্ট হওয়ায় নবজাতকদের ও অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় প্রসূতি কল্পনাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে। কল্পনা দামুড়হুদা উপজেলার জুরানপুর ইউনিয়নের বৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার দিনমজুর মাহাবুবের স্ত্রী। তাদের নাঈম নামের ১০ বছর বয়সী একটি সন্তানও রয়েছে।

চার কন্যার জনক মাহাবুব বলেন, ‘চার কন্যা সন্তানের জন্য যেমন খুশিতে আত্মহারা হয়েছি, আবার ক্লিনিকের বিল মেটাবো কিভাবে তা নিয়ে চিন্তায় পড়েছি। আমি সামান্য রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালায়। আমার নবজাতক চার সন্তান সুস্থ থাকলেও তাদের মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। চার মেয়ে ও তাদের মাকে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ক্লিনিকের বিল মেটানোর সাম্যর্থ আমার নেই। যদি সহযোগিতা পায়, তাহলে সন্তানদের লালনপালন করা সহজ হবে।’

আঁখি তারা ক্লিনিকের স্বত্বাধিকারী চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রসূতি কল্পনা খাতুনকে এই ক্লিনিকের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চারটি কন্যা সন্তানের জন্ম দেন। নবজাতক চারজনই সুস্থ আছে। তবে প্রসূতি মায়ের অতিরিক্ত রক্তরক্ষণ হয়েছে। পরে চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালের গাইনি বিভাগে নেওয়া হবে।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন বলেন, ‘চার নবজাতকই কিছুটা অপুষ্ট হলেও অক্সিজেন ছাড়াই তারা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে। চারজনই শিশু ওয়ার্ডে আমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের চেহারায় ভিন্নতা আসবে বলে মনে হচ্ছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত চার নবজাতক ও তাদের মা সদর হাসপতালে