ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকবির সৃষ্টি যুগে যুগে প্রেরণা যুগিয়েছে- ডিসি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ডিসি সাহিত্য মঞ্চে বিশ্বকবির জন্মদিন উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এতে সহযোগিতা করে জেলা শিল্পকলা একাডেমি। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলার নবজাগরণ কালের অন্যতম পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি যুগে যুগে প্রেরণা যুগিয়েছে। সৃষ্টিশীলতার সমান্তরালে তিনি ধর্ম, দর্শন, রাজনীতি ও সমাজ ভাবনা সমানভাবেই চালিয়ে গেছেন। সাহিত্যে নোবেল বিজয়ী তিনিই প্রথম এশীয় এবং একমাত্র বাঙালি লেখক। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে জন্য ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন যা এই উপমহাদেশের মানুষের জন্য বড় একটি অর্জন।’

সভায় অনুভূতি ব্যক্ত করেন চুয়াডাঙ্গা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকের পত্নী মেহেনাজ খান বাঁধন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুর রশিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের নৃত্য ও সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

এর আগে সভার শুরুতে প্রধান, বিশেষ ও আমন্ত্রিত অতিথিরা বিশ্বকবির জন্মদিন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করেন। অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলার জন্য চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাঈফ ও প্রধান আলোচক অধ্যাপক ড. আব্দুর রশিদকে পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও তার পত্নী মেহেনাজ খান বাঁধন তাদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন।

অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত অতিথি ছিলেন চুয়াডাঙ্গা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকের পত্নী মেহেনাজ খান বাঁধন, অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) পত্নী নাহিদা ইসলাম তিশা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পত্নী মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) পত্নী রুবাইয়া মোস্তফা সিনথয়া প্রমুখ।

এদিকে, আলমডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা মঞ্চে বিশ্বকবির জন্মদিন উদ্যাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শামিম রেজা।

অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাহিত্য পরিষদের সহ-সভাপতি অধ্যাপক আসিফ জাহান, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সাম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্টীর সভাপতি আশরাফুল হক লুলু, সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, সহকারী শিক্ষক তবিবুর রহমান, সংগীত শিক্ষক কমল কান্তি চক্রবর্তি, সুশিল কুমার, আলমডাঙ্গা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, সাংবাদিক মীর ফয়সাল, মোছা. লিজা ও মোছা. নিশা।

আলোচনা শেষে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য পরিবেশন করেন তাজবিদ লামিয়া ফুল, খন্দকার জুনাইরো প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিশ্বকবির সৃষ্টি যুগে যুগে প্রেরণা যুগিয়েছে- ডিসি

আপলোড টাইম : ০৪:৩৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ডিসি সাহিত্য মঞ্চে বিশ্বকবির জন্মদিন উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এতে সহযোগিতা করে জেলা শিল্পকলা একাডেমি। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলার নবজাগরণ কালের অন্যতম পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি যুগে যুগে প্রেরণা যুগিয়েছে। সৃষ্টিশীলতার সমান্তরালে তিনি ধর্ম, দর্শন, রাজনীতি ও সমাজ ভাবনা সমানভাবেই চালিয়ে গেছেন। সাহিত্যে নোবেল বিজয়ী তিনিই প্রথম এশীয় এবং একমাত্র বাঙালি লেখক। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে জন্য ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন যা এই উপমহাদেশের মানুষের জন্য বড় একটি অর্জন।’

সভায় অনুভূতি ব্যক্ত করেন চুয়াডাঙ্গা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকের পত্নী মেহেনাজ খান বাঁধন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুর রশিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের নৃত্য ও সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

এর আগে সভার শুরুতে প্রধান, বিশেষ ও আমন্ত্রিত অতিথিরা বিশ্বকবির জন্মদিন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করেন। অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলার জন্য চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাঈফ ও প্রধান আলোচক অধ্যাপক ড. আব্দুর রশিদকে পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও তার পত্নী মেহেনাজ খান বাঁধন তাদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন।

অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত অতিথি ছিলেন চুয়াডাঙ্গা লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকের পত্নী মেহেনাজ খান বাঁধন, অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) পত্নী নাহিদা ইসলাম তিশা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পত্নী মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) পত্নী রুবাইয়া মোস্তফা সিনথয়া প্রমুখ।

এদিকে, আলমডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন পালন করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা মঞ্চে বিশ্বকবির জন্মদিন উদ্যাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শামিম রেজা।

অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাহিত্য পরিষদের সহ-সভাপতি অধ্যাপক আসিফ জাহান, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সাম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্টীর সভাপতি আশরাফুল হক লুলু, সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আতিক বিশ্বাস, সহকারী শিক্ষক তবিবুর রহমান, সংগীত শিক্ষক কমল কান্তি চক্রবর্তি, সুশিল কুমার, আলমডাঙ্গা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাইরুল মামুন, সাংবাদিক মীর ফয়সাল, মোছা. লিজা ও মোছা. নিশা।

আলোচনা শেষে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নৃত্য পরিবেশন করেন তাজবিদ লামিয়া ফুল, খন্দকার জুনাইরো প্রমুখ।