ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় কিতাব হত্যা মামলার ২ আসামির ৩ দিনের রিমান্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৩১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • / ৫৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুরে চাঞ্চল্যকর কিতাব হত্যা মামলার দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুল ইসলাম আদালতে দুই আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন লোকনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রসিদের ছেলে শহিদুল ইসলাম ও কাদিপুর স্কুলপাড়ার রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদার কাদিপুর গ্রামে গত ১৯ এপ্রিল কিতাব আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ পাঁচজনকে আটক করে। হত্যার রহস্য উদ্ঘাটনে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শহিদুল ইসলাম ও সাইফুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের কারাগার থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাত ৯টার দিকে কিতাব একটি ফোন পেয়ে চা পানের জন্য দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপরে কাদিপুর গ্রামের সাহাদতের চায়ের দোকানে তাকে দেখা যায়। পরের দিন সকাল সাড়ে ৬টার দিকে কাদিপুর গোরস্থানপাড়ার মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশ ৫ আসামিকে গ্রেপ্তার করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় কিতাব হত্যা মামলার ২ আসামির ৩ দিনের রিমান্ড

আপলোড টাইম : ০৪:৩১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩

প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুরে চাঞ্চল্যকর কিতাব হত্যা মামলার দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদুল ইসলাম আদালতে দুই আসামির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিপন হোসেন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন লোকনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রসিদের ছেলে শহিদুল ইসলাম ও কাদিপুর স্কুলপাড়ার রমজান আলীর ছেলে সাইফুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদার কাদিপুর গ্রামে গত ১৯ এপ্রিল কিতাব আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ পাঁচজনকে আটক করে। হত্যার রহস্য উদ্ঘাটনে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শহিদুল ইসলাম ও সাইফুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের কারাগার থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাত ৯টার দিকে কিতাব একটি ফোন পেয়ে চা পানের জন্য দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপরে কাদিপুর গ্রামের সাহাদতের চায়ের দোকানে তাকে দেখা যায়। পরের দিন সকাল সাড়ে ৬টার দিকে কাদিপুর গোরস্থানপাড়ার মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলার ১২ ঘণ্টার মধ্যে পুলিশ ৫ আসামিকে গ্রেপ্তার করে।