ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষ; শিশুসহ নিহত ৫

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • / ৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলো কালীগঞ্জের বলাকান্দা গ্রামের শাহিনের মেয়ে খুকুমণি খাতুন (৭), কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের দেড় মাস বয়সী ছেলে রাফান হোসেন, তার নানি তোরাব আলীর স্ত্রী শিউলী খাতুন (৫০), কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি এলাকার সোবাহান মন্ডলের ছেলে ভ্যানচালক সোলেমান হোসেন (৬০) ও ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি। শিশু খুকুমণি ও রাফান ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিল। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন।
এ দুর্ঘটনায় আহত অন্তর হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘বেলা ১১টার দিকে আমিসহ কয়েকজন লেগুনায় সার্জিক্যাল মালামাল নিয়ে সাপ্লাই দিতে কোটচাঁদপুর শহরে যাচ্ছিলাম। লেগুনাটি স্থানীয় পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনে থেকে আসা মাইক্রোবাস, ইঞ্জিনচালিত ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই শিশুসহ তিনজন মারা যায়।’
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রমিজ উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার লাশ যশোর সদর হাসপাতালে রয়েছে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইন উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ছয়জন। তাদের মধ্যে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও যশোর হাসপাতালে রুবেলের স্ত্রী রিমা খাতুন, এলাঙ্গীর তোরাব আলীর স্ত্রী শিউলী বেগম, ফল ব্যবসায়ী চট্টগ্রামের আল আমিন ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃত্যু হয়। সন্ধ্যার দিকে শিউলী মারা যান। আহতদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটচাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষ; শিশুসহ নিহত ৫

আপলোড টাইম : ০৭:০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ত্রিমুখী সংঘর্ষে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলো কালীগঞ্জের বলাকান্দা গ্রামের শাহিনের মেয়ে খুকুমণি খাতুন (৭), কোটচাঁদপুরের এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের দেড় মাস বয়সী ছেলে রাফান হোসেন, তার নানি তোরাব আলীর স্ত্রী শিউলী খাতুন (৫০), কালীগঞ্জের শাহপুর ঘিঘাটি এলাকার সোবাহান মন্ডলের ছেলে ভ্যানচালক সোলেমান হোসেন (৬০) ও ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি। শিশু খুকুমণি ও রাফান ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিল। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন।
এ দুর্ঘটনায় আহত অন্তর হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘বেলা ১১টার দিকে আমিসহ কয়েকজন লেগুনায় সার্জিক্যাল মালামাল নিয়ে সাপ্লাই দিতে কোটচাঁদপুর শহরে যাচ্ছিলাম। লেগুনাটি স্থানীয় পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনে থেকে আসা মাইক্রোবাস, ইঞ্জিনচালিত ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই শিশুসহ তিনজন মারা যায়।’
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রমিজ উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। নিহত একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার লাশ যশোর সদর হাসপাতালে রয়েছে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইন উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ছয়জন। তাদের মধ্যে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও যশোর হাসপাতালে রুবেলের স্ত্রী রিমা খাতুন, এলাঙ্গীর তোরাব আলীর স্ত্রী শিউলী বেগম, ফল ব্যবসায়ী চট্টগ্রামের আল আমিন ও অজ্ঞাতনামা এক ব্যক্তিকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃত্যু হয়। সন্ধ্যার দিকে শিউলী মারা যান। আহতদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।