ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৪০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / ৪৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। গত সোমবার এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:
যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গায় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার পহেলা মে সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মে দিবস আমাদের জাতির লড়াই-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অংশ ও অশেষ প্রেরণার উৎস। জনগণ বিশেষত শ্রমিক ও শ্রমজীবী জনগণের গভীর আবেগ-অনুভূতির সঙ্গে যুক্ত। পরাধীন ব্রিটিশ ও পাকিস্তানি আমলে মে দিবস পালনে ছিল নানা বিধি-নিষেধ। তীব্র দমন-পীড়নের মধ্যে তা পালিত হতো। মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের সরকার দিবসটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করে।’ এসময় তিনি অধিকার আদায়ে শ্রমিকদের সোচ্চার থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মন্ডল প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়াসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের আয়োজনে মহান মে দিবস-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের (জেলা মডেল মসজিদ) মিলনায়তনে ‘ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেন ও ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান।
সভায় বক্তারা বলেন, শ্রমিক বা কাজের মানুষকে ভালোবাসা এবং তার অধিকার প্রতিষ্ঠা কাজ করার মতো হাজারো জীবন্ত দৃষ্টান্ত রয়েছে বিশ্বনবী (সা.)-এর জীবনে। মূলত আল্লাহর রাসুল (সা.) নিজেই শ্রম ও শ্রমিকদের মূল্যায়ন করেছেন। শ্রমিক ও নিজের অধীনস্ত শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার, তাদের ন্যায্য মজুরি না দেওয়া ও তাদের নির্যাতনের ব্যাপারে কোরআন ও হাদিসে কঠোরভাবে সাবধান করা। ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান হিসেবে পৃথিবীর ইতিহাসে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের পূর্ণ অধিকার নিশ্চিত করেছে। শ্রম ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রেরণার বাতিঘর ও অগ্রদূত হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার সুরক্ষার দাবিতে বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম আওয়াজ তোলেন।

জেলা শ্রমিক দলের কর্মসূচি:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১১টায় জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সভানেত্রীর রউফ নাহার রিনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর সিদ্দিক আবু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর নবী সামদানী, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান পল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান জোয়ার্দ্দার ও বিএনপি নেতা এমদাদুল হক ডাবু।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তফরদার সাবুর সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা শ্রমিক দলের নেতা ভিপি হারুন, আতিয়ার রহমান লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগাঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ প্রমুখ।

দর্শনা:
দর্শনায় পহেলা মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দিবসটি পালনের লক্ষে সোমবার সকাল ৯টার দিকে কেরু শ্রমিক কর্মচারী ইউনিয়ন সংগঠনে জাতীয়, কালো এবং শ্রমিক সংগঠনের লাল পতাকা উত্তোলন করা হয়। পরে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সভাপতি তৈয়ব আলী মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বর্তমান পরিষদের সহসভাপতি হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের নের্তৃবৃন্দ।


মেহেরপুর:
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নে সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র‌্যালিটি শেষ হয়।
এসময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, গাংনী শাখার সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ, বামুন্দী শাখার সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, দরবেশপুর শাখার সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আজম, মুজিবনগর শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আনসার আলীসহ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। পরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ:
মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার হিজল, ঝিনাইদহের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিন। সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ মালিক শ্রমিক ইউনিয়নের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

আপলোড টাইম : ০৩:৪০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। গত সোমবার এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা:
যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গায় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার পহেলা মে সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে এসে শেষ হয়। পরে ডিসি সাহিত্য মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মে দিবস আমাদের জাতির লড়াই-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অংশ ও অশেষ প্রেরণার উৎস। জনগণ বিশেষত শ্রমিক ও শ্রমজীবী জনগণের গভীর আবেগ-অনুভূতির সঙ্গে যুক্ত। পরাধীন ব্রিটিশ ও পাকিস্তানি আমলে মে দিবস পালনে ছিল নানা বিধি-নিষেধ। তীব্র দমন-পীড়নের মধ্যে তা পালিত হতো। মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের সরকার দিবসটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করে।’ এসময় তিনি অধিকার আদায়ে শ্রমিকদের সোচ্চার থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন মন্ডল প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়াসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের আয়োজনে মহান মে দিবস-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের (জেলা মডেল মসজিদ) মিলনায়তনে ‘ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেন ও ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান।
সভায় বক্তারা বলেন, শ্রমিক বা কাজের মানুষকে ভালোবাসা এবং তার অধিকার প্রতিষ্ঠা কাজ করার মতো হাজারো জীবন্ত দৃষ্টান্ত রয়েছে বিশ্বনবী (সা.)-এর জীবনে। মূলত আল্লাহর রাসুল (সা.) নিজেই শ্রম ও শ্রমিকদের মূল্যায়ন করেছেন। শ্রমিক ও নিজের অধীনস্ত শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার, তাদের ন্যায্য মজুরি না দেওয়া ও তাদের নির্যাতনের ব্যাপারে কোরআন ও হাদিসে কঠোরভাবে সাবধান করা। ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান হিসেবে পৃথিবীর ইতিহাসে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের পূর্ণ অধিকার নিশ্চিত করেছে। শ্রম ও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রেরণার বাতিঘর ও অগ্রদূত হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার সুরক্ষার দাবিতে বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম আওয়াজ তোলেন।

জেলা শ্রমিক দলের কর্মসূচি:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১১টায় জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের সভানেত্রীর রউফ নাহার রিনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর সিদ্দিক আবু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর নবী সামদানী, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদ হাসান পল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান জোয়ার্দ্দার ও বিএনপি নেতা এমদাদুল হক ডাবু।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তফরদার সাবুর সঞ্চালনায় এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা শ্রমিক দলের নেতা ভিপি হারুন, আতিয়ার রহমান লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সাংগাঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজাহান খান, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ প্রমুখ।

দর্শনা:
দর্শনায় পহেলা মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দিবসটি পালনের লক্ষে সোমবার সকাল ৯টার দিকে কেরু শ্রমিক কর্মচারী ইউনিয়ন সংগঠনে জাতীয়, কালো এবং শ্রমিক সংগঠনের লাল পতাকা উত্তোলন করা হয়। পরে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাবেক সভাপতি তৈয়ব আলী মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বর্তমান পরিষদের সহসভাপতি হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের নের্তৃবৃন্দ।


মেহেরপুর:
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নে সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে র‌্যালিটি শেষ হয়।
এসময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, গাংনী শাখার সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ, বামুন্দী শাখার সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, দরবেশপুর শাখার সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আজম, মুজিবনগর শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আনসার আলীসহ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। পরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ:
মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার হিজল, ঝিনাইদহের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিন। সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ মালিক শ্রমিক ইউনিয়নের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।