ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র দাবদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

একটানা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ও তীব্র দাবদাহের পর চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। গতকাল সোমবার বেলা পৌনে তিনটার দিকে শুরু হয় বৃষ্টি, স্থায়ী হয় আধাঘণ্টা। এর সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। এসময় ৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। দীর্ঘদিন পর নামা এ বৃষ্টিতে প্রাণ ফিরেছে জেলায়। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। গত ২ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত টানা টানা ২২ দিনের দেশের মধ্যে প্রথমে মৃদু, মাঝারি, তীব্র ও পরে অতি তীব্র দাবদাহ বয়ে যায় এ জেলায়। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। বৃষ্টির জন্য জেলার বিভিন্ন স্থানে বিশেষ নামাজও আদায় করা হয়। অবশেষে সেই বহুল কাক্সিক্ষত বৃষ্টির দেখা মিলেছে এ জেলায়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, গতকাল বেলা পৌনে তিনটার দিকে চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয়। এর স্থায়িত্ব হয় বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত। ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বাতাসে আদ্রতা ছিল ৮১ শতাংশ। সোমবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ১ এপ্রিল ৭ মিলিমিটার বৃষ্টিপাত হলেও ২ এপ্রিল থেকে জেলাজুড়ে শুরু হয় দাবদাহ। অতীতের সব রেকর্ড ভেঙে ২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত একটানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গা জেলায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তীব্র দাবদাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

আপলোড টাইম : ০৭:৩৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

একটানা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ও তীব্র দাবদাহের পর চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। গতকাল সোমবার বেলা পৌনে তিনটার দিকে শুরু হয় বৃষ্টি, স্থায়ী হয় আধাঘণ্টা। এর সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। এসময় ৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। দীর্ঘদিন পর নামা এ বৃষ্টিতে প্রাণ ফিরেছে জেলায়। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। গত ২ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত টানা টানা ২২ দিনের দেশের মধ্যে প্রথমে মৃদু, মাঝারি, তীব্র ও পরে অতি তীব্র দাবদাহ বয়ে যায় এ জেলায়। প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। বৃষ্টির জন্য জেলার বিভিন্ন স্থানে বিশেষ নামাজও আদায় করা হয়। অবশেষে সেই বহুল কাক্সিক্ষত বৃষ্টির দেখা মিলেছে এ জেলায়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, গতকাল বেলা পৌনে তিনটার দিকে চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয়। এর স্থায়িত্ব হয় বেলা ৩টা ২০ মিনিট পর্যন্ত। ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বাতাসে আদ্রতা ছিল ৮১ শতাংশ। সোমবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ১ এপ্রিল ৭ মিলিমিটার বৃষ্টিপাত হলেও ২ এপ্রিল থেকে জেলাজুড়ে শুরু হয় দাবদাহ। অতীতের সব রেকর্ড ভেঙে ২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত একটানা ১৫ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গা জেলায়।