ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৩৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে আনন্দের এ দিন। সকালে ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্যদিয়ে শুরু হয় পবিত্র দিনটি। সকল ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত করা হয়। দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। চুয়াডাঙ্গার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায়। এ বছর চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় (চাঁদমারী মাঠ) মাঠে কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ১৫ই আগস্টের সকল শহিদ, স্বাধীনতা যুদ্ধের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। চুয়াডাঙ্গা পৌর ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড় সাতটায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পৌর ঈদগাহ ময়দানে প্রথম জামাতে পরিবারের সদস্য ও নেতা-কর্মীদের সাথে নিয়ে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিদের সাথে শুভেচ্ছাবিনিময় পরবর্তী চুয়াডাঙ্গা কবরী রোডস্থ নিজ বাসভবনে ফিরে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান তাঁর নিজ কর্মস্থল চুয়াডাঙ্গায় ঈদ উদ্যাপন করেছেন। সকাল সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় (চাঁদমারী মাঠ) মাঠে সর্বস্তরের জনগণের সাথে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সরকারি শিশু পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছাবিনিময় করেন। পরে সরকারি শিশু পরিবার ও জেলখানা পরিদর্শনে করেন তিনি। এরপর বাসভবনে ফিরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন। রাতে পরিবারের সদস্যদের সাথে সময় বাকি সময় কাটান।

 

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সকালে পুলিশ সদস্যদের সাথে পুলিশ লাইন্স মাঠে ঈদের নামাজ আদায় করেন। এরপর তাদের সাথেই ঈদ উপলক্ষে বড় খানায় অংশ নেন। পরবর্তী সময় পরিবারের সদস্যদের সাথে সময় কাটান।

এদিকে, জীবননগরে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। উপজেলার ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে পালন করে প্রধান এই ধর্মীয় উৎসব। সকাল সাড়ে ৭ টায় জীবননগরের খয়েরহুদা ঈদগাহে ঈদের জামাতে নামাজ আদায় করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের জাস্টিজ কেএম জাহিদুল আলম ও জীবননগর  উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান।

জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ, নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও জীবননগর থানা ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের শত-শত মানুষ সেখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নবনির্মিত উপজেলা মডেল মসজিদে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ঈদ জামাতে অংশ নেন। এছাড়ও জীবননগর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আবদুল লতিফ অমল, পৌর আওয়ামী লীগ সভাপতি মুনসী নাসির উদ্দিন ও জীবননগর পৌরসভা মেয়র রফিকুল ইসলাম। জীবননগর থানা ঈদগাহে ঈদ নামাজে অংশ নেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দিন মৃধা, উপজেলা বিএনপি সভাপতি আন্দুলবড়ীয়া খাজা পারেশ (রঃ) মাজার ঈদগাহে ও উপজেলা বিএনপিরসহ সভাপতি আবুল কালাম আজাদ সেনেরহুদা ঈদগাহে নামাজ আদায় করেন।

উপজেলার উথলী আন্দুলবাড়িয়া, হাসাদহ, রায়পুর, সেনেরহুদা, ধোপাখালি, কাশিপুরসহ বিভিন্ন গ্রামে চলমান দাবদাহের কারনে সকালে সকালের প্রথম ভাগে বেশির ভাগ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ ও মসজিদগুলোতে পেশ ইমাম ও খতিবরা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি কামনা করে মোনাজাত করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত

আপলোড টাইম : ০৭:৩৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে আনন্দের এ দিন। সকালে ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্যদিয়ে শুরু হয় পবিত্র দিনটি। সকল ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত করা হয়। দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। চুয়াডাঙ্গার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায়। এ বছর চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় (চাঁদমারী মাঠ) মাঠে কেন্দ্রীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ১৫ই আগস্টের সকল শহিদ, স্বাধীনতা যুদ্ধের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। চুয়াডাঙ্গা পৌর ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড় সাতটায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পৌর ঈদগাহ ময়দানে প্রথম জামাতে পরিবারের সদস্য ও নেতা-কর্মীদের সাথে নিয়ে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে মুসল্লিদের সাথে শুভেচ্ছাবিনিময় পরবর্তী চুয়াডাঙ্গা কবরী রোডস্থ নিজ বাসভবনে ফিরে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান তাঁর নিজ কর্মস্থল চুয়াডাঙ্গায় ঈদ উদ্যাপন করেছেন। সকাল সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয় (চাঁদমারী মাঠ) মাঠে সর্বস্তরের জনগণের সাথে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সরকারি শিশু পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছাবিনিময় করেন। পরে সরকারি শিশু পরিবার ও জেলখানা পরিদর্শনে করেন তিনি। এরপর বাসভবনে ফিরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন। রাতে পরিবারের সদস্যদের সাথে সময় বাকি সময় কাটান।

 

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সকালে পুলিশ সদস্যদের সাথে পুলিশ লাইন্স মাঠে ঈদের নামাজ আদায় করেন। এরপর তাদের সাথেই ঈদ উপলক্ষে বড় খানায় অংশ নেন। পরবর্তী সময় পরিবারের সদস্যদের সাথে সময় কাটান।

এদিকে, জীবননগরে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। উপজেলার ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে পালন করে প্রধান এই ধর্মীয় উৎসব। সকাল সাড়ে ৭ টায় জীবননগরের খয়েরহুদা ঈদগাহে ঈদের জামাতে নামাজ আদায় করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের জাস্টিজ কেএম জাহিদুল আলম ও জীবননগর  উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান।

জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ, নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও জীবননগর থানা ঈদগাহে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের শত-শত মানুষ সেখানে নামাজ আদায় করেন। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নবনির্মিত উপজেলা মডেল মসজিদে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকনুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ঈদ জামাতে অংশ নেন। এছাড়ও জীবননগর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আবদুল লতিফ অমল, পৌর আওয়ামী লীগ সভাপতি মুনসী নাসির উদ্দিন ও জীবননগর পৌরসভা মেয়র রফিকুল ইসলাম। জীবননগর থানা ঈদগাহে ঈদ নামাজে অংশ নেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দিন মৃধা, উপজেলা বিএনপি সভাপতি আন্দুলবড়ীয়া খাজা পারেশ (রঃ) মাজার ঈদগাহে ও উপজেলা বিএনপিরসহ সভাপতি আবুল কালাম আজাদ সেনেরহুদা ঈদগাহে নামাজ আদায় করেন।

উপজেলার উথলী আন্দুলবাড়িয়া, হাসাদহ, রায়পুর, সেনেরহুদা, ধোপাখালি, কাশিপুরসহ বিভিন্ন গ্রামে চলমান দাবদাহের কারনে সকালে সকালের প্রথম ভাগে বেশির ভাগ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ ও মসজিদগুলোতে পেশ ইমাম ও খতিবরা নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি কামনা করে মোনাজাত করেন।