ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে বাড়ি এসে খুন হলেন টাইলস মিস্ত্রি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ৪০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দারতলা এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট বিরোধের জেরে লুৎফর রহমান (৪০) নামে এক টাইলস মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লুৎফর রহমান মান্দারতলা গ্রামের নায়েব মন্ডলের ছেলে। ঈদের ছুটতে বাড়ি এসে তিনি হত্যার শিকার হন। লুৎফর রহমান ঢাকার শাহবাগ এলাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।

নিহতের স্ত্রী ভানু নেছা জানান, গতকাল সকালে লুৎফর রহমান জোড়াপুকুরিয়া গ্রামে আত্মীয় মিয়াজুল ইসলামের বাড়িতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় মান্দারতলা গ্রামের ব্রিজ সংলগ্ন কাউসারের দোকানের সামনে পৌঁছালে ১৫-২০ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হরিণাকুণ্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া ও মান্দারতলা গ্রামে আওয়ামী লীগের সাইফুল কমিশনার ও খবির উদ্দীনের দুইটি গ্রুপ রয়েছে। দুই গ্রপের দ্বন্দ্বের জেরে গত ১লা এপ্রিল সাইফুল কমিশনার গ্রুপের সদস্য জোড়াপুকুরিয়া গ্রামের রবিউল ইসলাম খুন হন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই খবির গ্রুপের লুৎফর রহমানকে খুন করা হতে পারে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব জানান, ‘নিহতের শরীরে একাধিক ভোতা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটেছে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, ওই গ্রামে আওয়ামী লীগের দুটি পক্ষ রয়েছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, সোমবার রাত ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঈদে বাড়ি এসে খুন হলেন টাইলস মিস্ত্রি

আপলোড টাইম : ০৭:১৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মান্দারতলা এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট বিরোধের জেরে লুৎফর রহমান (৪০) নামে এক টাইলস মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লুৎফর রহমান মান্দারতলা গ্রামের নায়েব মন্ডলের ছেলে। ঈদের ছুটতে বাড়ি এসে তিনি হত্যার শিকার হন। লুৎফর রহমান ঢাকার শাহবাগ এলাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।

নিহতের স্ত্রী ভানু নেছা জানান, গতকাল সকালে লুৎফর রহমান জোড়াপুকুরিয়া গ্রামে আত্মীয় মিয়াজুল ইসলামের বাড়িতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় মান্দারতলা গ্রামের ব্রিজ সংলগ্ন কাউসারের দোকানের সামনে পৌঁছালে ১৫-২০ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হরিণাকুণ্ডু পৌরসভার জোড়াপুকুরিয়া ও মান্দারতলা গ্রামে আওয়ামী লীগের সাইফুল কমিশনার ও খবির উদ্দীনের দুইটি গ্রুপ রয়েছে। দুই গ্রপের দ্বন্দ্বের জেরে গত ১লা এপ্রিল সাইফুল কমিশনার গ্রুপের সদস্য জোড়াপুকুরিয়া গ্রামের রবিউল ইসলাম খুন হন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই খবির গ্রুপের লুৎফর রহমানকে খুন করা হতে পারে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব জানান, ‘নিহতের শরীরে একাধিক ভোতা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটেছে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন, ওই গ্রামে আওয়ামী লীগের দুটি পক্ষ রয়েছে। তাদের মধ্যে আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, সোমবার রাত ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।