ইপেপার । আজ শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের তিন দিনে সড়কে ঝরল পাঁচ তরতাজা প্রাণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মোটরসাইকেল। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুরে ঈদের দিন থেকে গতকাল সোমবার পর্যন্ত মোটরসাইকেল দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।

জীবননগর:

জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় মোশাররফ হোসেন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কন্দর্পপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ একই গ্রামের জাবেদ আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল দুপুরে মাঠের কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন মোশাররফ। তিনি জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কন্দর্পপুরে পৌঁছালে হাসাদাহ দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিশা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও কর্তব্যরত চিকিৎসক তিশা বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছিল। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের নান্দবার গ্রামে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে হৃদয় (১৮) ও বোরহান (১৮) নামের দুই যুবক গুরুতর জখম হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নান্দবার গ্রামের বড় রাস্তার বাঁকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম হৃদয় ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং বোরহান একই এলাকার ঝণ্টুর ছেলে।

জানা যায়, ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয় দুই বন্ধু। নান্দবার গ্রামের বড় রাস্তার বাঁকে আসার পর তাদের সঙ্গে সামনে থেকে আসা একটি আলমসাধুর সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ছিটকে পড়ে হৃদয় গুরুতর এবং বোরহান হালকা জখম হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান জরুরি বিভাগ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়জনে হৃদয়কে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

দর্শনা:

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসমাউল হোসেন (১৭) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। গত রোববার দুপুরে উপজেলার গোপালখালি মাঠের কাছে প্রতিবন্ধী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আসমাউল হোসেন উপজেলার করিমপুর গ্রামের মাদ্রাসাপাড়ার শহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন- একই পাড়ার সোনা মিয়ার ছেলে রূপম হোসেন ও আমির হোনের ছেলে নয়ন।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহেদ বলেন, রোববার দুপুরে আসমাউল, রূপম ও নয়ন মোটরসাইকেলে রামনগর গ্রাম থেকে বেড়াতে যাচ্ছিল কার্পাসডাঙ্গা এলাকায়। তারা দর্শনা গোপালখালি মাঠের কাছে প্রতিবন্ধী স্কুলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তায় পাশে সীমানা পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আসমাউল নিহত হয়। পরে আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ইমন হোসেন (১৭) ও আজিম উদ্দীন (১৮) নামের দুই তরুণ নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমন ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখ ভিটশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। আজিমও একই গ্রামের জয়নদ্দি বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইমন ও আজিম দ্রুতগতিতে মোটরসাইকেলে কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিল। তারা গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় দুজনই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় ইমন। আর আজিমকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাংনী:

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া খাতুন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সাদিয়া একই এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে। গত শনিবার (ঈদের দিন) বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাদিয়া বাড়ির পাশের সড়ক পার হচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে যাওয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঈদের তিন দিনে সড়কে ঝরল পাঁচ তরতাজা প্রাণ

আপলোড টাইম : ০৭:০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মোটরসাইকেল। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুরে ঈদের দিন থেকে গতকাল সোমবার পর্যন্ত মোটরসাইকেল দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।

জীবননগর:

জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় মোশাররফ হোসেন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কন্দর্পপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশাররফ একই গ্রামের জাবেদ আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল দুপুরে মাঠের কাজ শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন মোশাররফ। তিনি জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কন্দর্পপুরে পৌঁছালে হাসাদাহ দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিশা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও কর্তব্যরত চিকিৎসক তিশা বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছিল। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের নান্দবার গ্রামে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে হৃদয় (১৮) ও বোরহান (১৮) নামের দুই যুবক গুরুতর জখম হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নান্দবার গ্রামের বড় রাস্তার বাঁকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম হৃদয় ভাংবাড়িয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং বোরহান একই এলাকার ঝণ্টুর ছেলে।

জানা যায়, ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয় দুই বন্ধু। নান্দবার গ্রামের বড় রাস্তার বাঁকে আসার পর তাদের সঙ্গে সামনে থেকে আসা একটি আলমসাধুর সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ছিটকে পড়ে হৃদয় গুরুতর এবং বোরহান হালকা জখম হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান জরুরি বিভাগ থেকে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়জনে হৃদয়কে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

দর্শনা:

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আসমাউল হোসেন (১৭) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। গত রোববার দুপুরে উপজেলার গোপালখালি মাঠের কাছে প্রতিবন্ধী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আসমাউল হোসেন উপজেলার করিমপুর গ্রামের মাদ্রাসাপাড়ার শহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন- একই পাড়ার সোনা মিয়ার ছেলে রূপম হোসেন ও আমির হোনের ছেলে নয়ন।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহেদ বলেন, রোববার দুপুরে আসমাউল, রূপম ও নয়ন মোটরসাইকেলে রামনগর গ্রাম থেকে বেড়াতে যাচ্ছিল কার্পাসডাঙ্গা এলাকায়। তারা দর্শনা গোপালখালি মাঠের কাছে প্রতিবন্ধী স্কুলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তায় পাশে সীমানা পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আসমাউল নিহত হয়। পরে আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ইমন হোসেন (১৭) ও আজিম উদ্দীন (১৮) নামের দুই তরুণ নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমন ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখ ভিটশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। আজিমও একই গ্রামের জয়নদ্দি বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইমন ও আজিম দ্রুতগতিতে মোটরসাইকেলে কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিল। তারা গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় দুজনই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় ইমন। আর আজিমকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাংনী:

মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া খাতুন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সাদিয়া একই এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে। গত শনিবার (ঈদের দিন) বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সাদিয়া বাড়ির পাশের সড়ক পার হচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে যাওয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।