ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আহ্বান জানানোর মাধ্যমে সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ‘বাংলা নববর্ষ-১৪৩০’কে বরণ করে নিতে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ দেশব্যাপী ছিল নানা আয়োজন। বাঙালি চেতনার ধারক মঙ্গল শোভাযাত্রা,  বৈশাখী মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন সকল শ্রেণি-পেশার মানুষ। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাসে মানুষ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানায়।

এদিকে নববর্ষকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বাণী দেন। বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। নববর্ষ বরণ উপলক্ষে সারা দেশজুড়ে ছিল সাজ সাজ রব। সারা বাংলা ভেসেছে উচ্ছ্বাস আর উদ্দীপনায়। সাধারণ মানুষের পোশাকে ছিল লাল-সাদার সমাহার। পথে পথে বসেছিল বাতাসা, মুড়ি-মুড়কি, মাটির জিনিস, পাটের জিনিস, বাঁশি ও খেলনার দোকান। দিনভর প্রখর রোদ থাকা স্বত্ত্বেও ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের তালে তালে মানুষ বিভিন্ন উৎসবে যোগ দেয়।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ উদ্যাপন ও ১৪৩০ বাংলা নতুন বছরকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠ থেকে (ভি জে স্কুল মাঠ) এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোহম্মদ আমিনুল ইসলাম খানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড়, কোর্ট রোড, কলেজ রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় বাঙালি জাতির বিভিন্ন কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন সাজ-পোশাকে বয়ো-বৃদ্ধ, বউ-বর, কৃষক-কৃষাণী, শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সরকারি কলেজ প্রাঙ্গনে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুল আজিজ। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের প্রাণবন্ত উপস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম ভূঁইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা টিটিসির অধ্যাক্ষ মো. মোসাব্বেরুজ্জামান, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-ছাত্র ও সাংস্কৃতিক কর্মীরা। পরে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানসহ অতিথিরা।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে এসে শেষ হয়। পরে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদীর গনু, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক মন্ডলি, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস।

এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কবিতা আবৃতি, নৃত্য, সংগীত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অপরদিকে আলমডাঙ্গা পৌরসভার আয়োজনে সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভা চত্বরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসান কাদীর গনু। সকালে বর্ষবরণ উপলক্ষে আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।

মেহেরপুর:

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখের সকাল ১০টায় বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি মোড় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত শিশুদের বিভিন্ন বিভাগের কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

হরিণাকুণ্ডু:

অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং অশুভ শক্তিকে বিদায় জানাতে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩০ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উদ্যাপনের লক্ষে এদিন সকাল ৯টায় শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিত সাহার নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা মোড় হয়ে সরকারি বালিকা বিদ্যালয় মোড় প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, থানার অফিসার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান লিটন ও প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুণ্ডু।

আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শিউলি রাণী, ফায়ার সার্ভিস অফিসার জামাল হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা খাতুন, ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মুন্জুর রাশেদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শোভাযাত্রা শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

আপলোড টাইম : ০৭:৪৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে আহ্বান জানানোর মাধ্যমে সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ‘বাংলা নববর্ষ-১৪৩০’কে বরণ করে নিতে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ দেশব্যাপী ছিল নানা আয়োজন। বাঙালি চেতনার ধারক মঙ্গল শোভাযাত্রা,  বৈশাখী মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন সকল শ্রেণি-পেশার মানুষ। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাসে মানুষ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানায়।

এদিকে নববর্ষকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বাণী দেন। বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসী ও প্রবাসী বাঙালিসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। নববর্ষ বরণ উপলক্ষে সারা দেশজুড়ে ছিল সাজ সাজ রব। সারা বাংলা ভেসেছে উচ্ছ্বাস আর উদ্দীপনায়। সাধারণ মানুষের পোশাকে ছিল লাল-সাদার সমাহার। পথে পথে বসেছিল বাতাসা, মুড়ি-মুড়কি, মাটির জিনিস, পাটের জিনিস, বাঁশি ও খেলনার দোকান। দিনভর প্রখর রোদ থাকা স্বত্ত্বেও ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের তালে তালে মানুষ বিভিন্ন উৎসবে যোগ দেয়।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ উদ্যাপন ও ১৪৩০ বাংলা নতুন বছরকে বরণ করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা চাঁদমারী মাঠ থেকে (ভি জে স্কুল মাঠ) এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোহম্মদ আমিনুল ইসলাম খানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড়, কোর্ট রোড, কলেজ রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় বাঙালি জাতির বিভিন্ন কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন সাজ-পোশাকে বয়ো-বৃদ্ধ, বউ-বর, কৃষক-কৃষাণী, শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সরকারি কলেজ প্রাঙ্গনে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুল আজিজ। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের প্রাণবন্ত উপস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম ভূঁইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা টিটিসির অধ্যাক্ষ মো. মোসাব্বেরুজ্জামান, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-ছাত্র ও সাংস্কৃতিক কর্মীরা। পরে বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানসহ অতিথিরা।

আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে এসে শেষ হয়। পরে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদীর গনু, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যাপক মন্ডলি, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস।

এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ কবিতা আবৃতি, নৃত্য, সংগীত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অপরদিকে আলমডাঙ্গা পৌরসভার আয়োজনে সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভা চত্বরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসান কাদীর গনু। সকালে বর্ষবরণ উপলক্ষে আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।

মেহেরপুর:

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখের সকাল ১০টায় বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি মোড় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত শিশুদের বিভিন্ন বিভাগের কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

হরিণাকুণ্ডু:

অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং অশুভ শক্তিকে বিদায় জানাতে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩০ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উদ্যাপনের লক্ষে এদিন সকাল ৯টায় শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুস্মিত সাহার নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা মোড় হয়ে সরকারি বালিকা বিদ্যালয় মোড় প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান, থানার অফিসার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান লিটন ও প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুণ্ডু।

আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শিউলি রাণী, ফায়ার সার্ভিস অফিসার জামাল হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা খাতুন, ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মুন্জুর রাশেদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শোভাযাত্রা শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।