ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আগুনে পুড়ল ৩ শ বিঘা জমির পানবরজ, ৫ কোটি টাকার ক্ষতি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / ৪২ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে পুড়ে প্রায় সাড়ে ৩০০ বিঘা জমির পানবরজ ও ভুট্টাখেত ছাই হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাদিমপুর-বানাত খাল ও শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে একটি ভুট্টাখেত থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, আগুনে ৫ কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে।

স্থানীয় কৃষকেরা জানান, শিয়ালমারী গ্রামের এক কৃষক তাঁর ভুট্টা ঘরে তোলার পর জমি পরিষ্কার করার জন্য খড়িতে (ভুট্টা গাছ) আগুন জ্বালান। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় পাশের পানের বরজ ও ভুট্টাখেতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। তবে মাঠের মধ্যে বানাত খাল দীর্ঘদিন পানিশূন্য থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। কৃষকদের পানের বরজে স্থাপন করা সেচ পাম্প থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কৃষকেরা আরও বলেন, এমনিতেই চুয়াডাঙ্গায় বাংলাদেশের ভেতরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ কারণে আগুন দ্রæত ছড়িয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, বেলা ১১টা ৫০ মিনিটে তাঁরা খবর পান খাদিমপুর-বানাত খাল ও শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে মাঠে আগুন লেগেছে। এরপর দ্রæত চুয়াডাঙ্গা থেকে দুটি ইউনিট ও আলমডাঙ্গা থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস বলেন, ‘খাদিমপুর ও শিয়ালমারী গ্রামের মাঝামাঝি মাঠের একটি পরিত্যক্ত (ফসল সংগ্রহের পর) ভুট্টাখেতে কেউ আগুন ধরিয়ে দেয়। সেই আগুন ছড়িয়ে পড়ে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টাখেত ও বরজ পুড়ে যায়।’

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে অন্তত ৩০০ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে। এছাড়া আরও ১০-১২ বিঘা জমির ভুট্টাখেত পুড়েছে। এখনো আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এ ঘটনার তদন্তে কমিটি গঠন করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।’

উল্লেখ্য, টানা ১২ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্র ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আগুনে পুড়ল ৩ শ বিঘা জমির পানবরজ, ৫ কোটি টাকার ক্ষতি

আপলোড টাইম : ১২:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগুনে পুড়ে প্রায় সাড়ে ৩০০ বিঘা জমির পানবরজ ও ভুট্টাখেত ছাই হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাদিমপুর-বানাত খাল ও শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে একটি ভুট্টাখেত থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, আগুনে ৫ কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে।

স্থানীয় কৃষকেরা জানান, শিয়ালমারী গ্রামের এক কৃষক তাঁর ভুট্টা ঘরে তোলার পর জমি পরিষ্কার করার জন্য খড়িতে (ভুট্টা গাছ) আগুন জ্বালান। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় পাশের পানের বরজ ও ভুট্টাখেতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। তবে মাঠের মধ্যে বানাত খাল দীর্ঘদিন পানিশূন্য থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। কৃষকদের পানের বরজে স্থাপন করা সেচ পাম্প থেকে পানি তুলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কৃষকেরা আরও বলেন, এমনিতেই চুয়াডাঙ্গায় বাংলাদেশের ভেতরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ কারণে আগুন দ্রæত ছড়িয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, বেলা ১১টা ৫০ মিনিটে তাঁরা খবর পান খাদিমপুর-বানাত খাল ও শিয়ালমারী গ্রামের মাঝামাঝি স্থানে মাঠে আগুন লেগেছে। এরপর দ্রæত চুয়াডাঙ্গা থেকে দুটি ইউনিট ও আলমডাঙ্গা থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস বলেন, ‘খাদিমপুর ও শিয়ালমারী গ্রামের মাঝামাঝি মাঠের একটি পরিত্যক্ত (ফসল সংগ্রহের পর) ভুট্টাখেতে কেউ আগুন ধরিয়ে দেয়। সেই আগুন ছড়িয়ে পড়ে সাড়ে ৩০০ বিঘা জমির ভুট্টাখেত ও বরজ পুড়ে যায়।’

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে অন্তত ৩০০ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে। এছাড়া আরও ১০-১২ বিঘা জমির ভুট্টাখেত পুড়েছে। এখনো আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এ ঘটনার তদন্তে কমিটি গঠন করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।’

উল্লেখ্য, টানা ১২ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্র ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।