ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসা সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা সহায়তা ও অতিদরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করছে। মানুষ এ সরকার দ্বারা উপকৃত হওয়ায় তিন-তিনবার ক্ষমতায় থাকার সুযোগ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে। সব মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই বাংলাদেশ সুখী-সমৃদ্ধ হবে। তাই বিভিন্ন খাতে সরকার মনোযোগ দিয়ে সেবা-সহযোগিতার হাত প্রসারিত রেখেছে। এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে দেশের মানুষের উন্নয়ন সাধন করা হবে।

সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা সমাজকল্যাণ কমিটির সহসভাপতি মুন্সী আলমগীর হান্নান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান। চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেনসহ সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে চুয়াডাঙ্গা শহর সমাজসেবা ও জেলার মোট ৪টি উপজেলার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালসেমিয়ায় আক্রান্ত মোট ১৯৮ জন রোগীর প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকা সহায়তা বাবাদ ক্রস চেকের মাধ্যমে প্রদান করা হয়।

অপরদিকে, জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে প্রাপ্ত বরাদ্দ হতে জেলার মোট ১টি শহর সমাজসেবা ও ৪টি উপজেলার একাদশ-দ্বাদশ শ্রেণির, স্নাতক-স্নাতকোত্তর অধ্যয়ররত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় ও দরিদ্র শ্রেণির বিবিধ রোগী এবং দুস্থ অসহায় ও দরিদ্র শ্রেণির বিশেষ রোগীদের মোট ৪৫০ জনের মধ্যে ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চিকিৎসা সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড টাইম : ১২:০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় দরিদ্র ব্যক্তিদের চিকিৎসা সহায়তা ও অতিদরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করছে। মানুষ এ সরকার দ্বারা উপকৃত হওয়ায় তিন-তিনবার ক্ষমতায় থাকার সুযোগ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে। সব মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমেই বাংলাদেশ সুখী-সমৃদ্ধ হবে। তাই বিভিন্ন খাতে সরকার মনোযোগ দিয়ে সেবা-সহযোগিতার হাত প্রসারিত রেখেছে। এ ধারা অব্যাহত রাখার মাধ্যমে দেশের মানুষের উন্নয়ন সাধন করা হবে।

সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা সমাজকল্যাণ কমিটির সহসভাপতি মুন্সী আলমগীর হান্নান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান। চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেনসহ সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে চুয়াডাঙ্গা শহর সমাজসেবা ও জেলার মোট ৪টি উপজেলার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালসেমিয়ায় আক্রান্ত মোট ১৯৮ জন রোগীর প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকা সহায়তা বাবাদ ক্রস চেকের মাধ্যমে প্রদান করা হয়।

অপরদিকে, জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে প্রাপ্ত বরাদ্দ হতে জেলার মোট ১টি শহর সমাজসেবা ও ৪টি উপজেলার একাদশ-দ্বাদশ শ্রেণির, স্নাতক-স্নাতকোত্তর অধ্যয়ররত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় ও দরিদ্র শ্রেণির বিবিধ রোগী এবং দুস্থ অসহায় ও দরিদ্র শ্রেণির বিশেষ রোগীদের মোট ৪৫০ জনের মধ্যে ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।