ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনায় ৮টি স্বর্ণের বারসহ ভ্যানচালক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ২৬ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৮টি স্বর্ণের বারসহ সুলতান আহমেদ (৪৪) নামের একজনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (বিজিবি-৫৮)। গতকাল বুধবার সকালে দর্শনা থেকে তাকে আটক করা হয়। সুলতান আহমেদ চাঁদপুর জেলার চাঁদপুর গুনরাজধী গ্রামের আমির হোসেনের ছেলে। গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তথ্য পায় একজন ভ্যানযোগে দর্শনা রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবেন। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান নেয়। এসময় একজন ভ্যানচালককে দেখে সন্দেহ হলে বিজিবি তার গতিরোধ করে। এরপর তাকে আটক করে ভ্যান তল্লাশি করে ৯৭৯ দশমিক ৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।

মাসুদ পারভেজ রানা জানান, স্বর্ণের বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। স্বর্ণ পরিবহন ও নিজ জিম্মায় রাখায় সুলতান আহমেদকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হবে। আর উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় ৮টি স্বর্ণের বারসহ ভ্যানচালক আটক

আপলোড টাইম : ০৭:১৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৮টি স্বর্ণের বারসহ সুলতান আহমেদ (৪৪) নামের একজনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (বিজিবি-৫৮)। গতকাল বুধবার সকালে দর্শনা থেকে তাকে আটক করা হয়। সুলতান আহমেদ চাঁদপুর জেলার চাঁদপুর গুনরাজধী গ্রামের আমির হোসেনের ছেলে। গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তথ্য পায় একজন ভ্যানযোগে দর্শনা রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবেন। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় অবস্থান নেয়। এসময় একজন ভ্যানচালককে দেখে সন্দেহ হলে বিজিবি তার গতিরোধ করে। এরপর তাকে আটক করে ভ্যান তল্লাশি করে ৯৭৯ দশমিক ৬২ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৮১ লাখ ৪৬ হাজার ৬৮৭ টাকা।

মাসুদ পারভেজ রানা জানান, স্বর্ণের বারগুলো শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। স্বর্ণ পরিবহন ও নিজ জিম্মায় রাখায় সুলতান আহমেদকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হবে। আর উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে।