ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনায় ট্রেনের বগি থেকে এক কেজি হেরোইন উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ২৩ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

দর্শনা রেল স্টেশনে একটি ট্রেনের বগি থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬)। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেসে হেরোইন পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় টহল দল চিলাহাটি থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেসের দ্বিতীয় বগির ভেতর ক্যারিয়ারের ওপর মালিকবিহীন একটি ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ হলে ব্যাগটি জব্দ করে। পরে ব্যাগটি তল্লাশি করে ৫টি পলিথিনের প্যাকেট থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় ট্রেনের বগি থেকে এক কেজি হেরোইন উদ্ধার

আপলোড টাইম : ০৭:১৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদক:

দর্শনা রেল স্টেশনে একটি ট্রেনের বগি থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬)। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেসে হেরোইন পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। দর্শনা বিওপি কমান্ডার সুবেদার নওশের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় টহল দল চিলাহাটি থেকে খুলনা অভিমুখে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেসের দ্বিতীয় বগির ভেতর ক্যারিয়ারের ওপর মালিকবিহীন একটি ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ হলে ব্যাগটি জব্দ করে। পরে ব্যাগটি তল্লাশি করে ৫টি পলিথিনের প্যাকেট থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।