ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তে ব্যাগে মিলল ২০ হাজার ডলার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ৩০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার দর্শনা থেকে ২০ হাজার ডলার (ইউএসডি) উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি—৬)। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা সদর থানার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে এই ডলার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এদিন বেলা দেড়টার দিকে বিজিবি—৬ এর পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ডলার পাচার করা হবে বলে তারা খবর পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার এনামুল কবিরের নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে বেলা ১১টার দিকে একটি ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্যে দিয়ে অজ্ঞাত ব্যক্তিকে যেতে দেখে বিজিবির টহল দল তার গতিরোধ করার চেষ্টা করে। তবে বিজিবির সদস্যদের দেখে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে দেঁৗড়ে পালিয়ে যায়। এসময় বিজিবির সদস্যরা ব্যাগটি জব্দ করে তার ভেতর থেকে ১০০ ডলারের ২০০টি নোট উদ্ধার করে। লে. কর্নেল সাঈদ বলেন, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দর্শনা থানায় মামলা করবে। আর উদ্ধার করা ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা সীমান্তে ব্যাগে মিলল ২০ হাজার ডলার

আপলোড টাইম : ০২:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার দর্শনা থেকে ২০ হাজার ডলার (ইউএসডি) উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি—৬)। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দর্শনা সদর থানার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে এই ডলার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এদিন বেলা দেড়টার দিকে বিজিবি—৬ এর পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, দর্শনা থানার ফুলবাড়ী সীমান্ত দিয়ে ডলার পাচার করা হবে বলে তারা খবর পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েব সুবেদার এনামুল কবিরের নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে বেলা ১১টার দিকে একটি ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্যে দিয়ে অজ্ঞাত ব্যক্তিকে যেতে দেখে বিজিবির টহল দল তার গতিরোধ করার চেষ্টা করে। তবে বিজিবির সদস্যদের দেখে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে দেঁৗড়ে পালিয়ে যায়। এসময় বিজিবির সদস্যরা ব্যাগটি জব্দ করে তার ভেতর থেকে ১০০ ডলারের ২০০টি নোট উদ্ধার করে। লে. কর্নেল সাঈদ বলেন, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দর্শনা থানায় মামলা করবে। আর উদ্ধার করা ডলার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হবে।