ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে ডিসি আমিনুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেধাবী ৩৭৯ জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ ট্যাব বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল—মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, পরিসংখ্যান বিভাগের উপ—পরিচালক শরিফুল ইসলাম, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন।


চুয়াডাঙ্গা উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেনর সঞ্চালনায় আরও বক্তব্য দেন তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান এবং ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানাসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সদর উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদ্রাসার অষ্টম শ্রেণির ও দশম শ্রেণির ১ম স্থান থেকে ৩য় স্থান অধিকারী মেধাবী ছাত্র—ছাত্রীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণকৃত ট্যাবলেটসমূহ শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরা এ ট্যাবলেট পাওয়ার মাধ্যমে নিজেদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে। আগামী ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে, তোমরা সেই স্মার্ট বাংলাদেশ পরিচালনা করবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে ডিসি আমিনুল ইসলাম

আপলোড টাইম : ০১:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেধাবী ৩৭৯ জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ ট্যাব বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল—মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, পরিসংখ্যান বিভাগের উপ—পরিচালক শরিফুল ইসলাম, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন।


চুয়াডাঙ্গা উপজেলা পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেনর সঞ্চালনায় আরও বক্তব্য দেন তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস জাহান এবং ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানাসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সদর উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি মাদ্রাসার অষ্টম শ্রেণির ও দশম শ্রেণির ১ম স্থান থেকে ৩য় স্থান অধিকারী মেধাবী ছাত্র—ছাত্রীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণকৃত ট্যাবলেটসমূহ শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘মেধাবী শিক্ষার্থীরা এ ট্যাবলেট পাওয়ার মাধ্যমে নিজেদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলবে। আগামী ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে, তোমরা সেই স্মার্ট বাংলাদেশ পরিচালনা করবে।’