ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দুই কোটি টাকার ২০টি স্বর্ণের বারসহ আটক ১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / ২৫ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ শাহাবুল মিয়া (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া ২০টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৩০ গ্রাম। জব্দকৃত এ স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২৯২ টাকা। গতকাল রোববার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। আটক চোরাকারবারি জীবননগর সদরপাড়ার মৃত মোকছেদ মন্ডলের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পায় একজন ভ্যানচালক ভ্যানযোগে জীবননগর এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশে সীমান্তের দিকে যাবে। খবর পেয়ে গতকাল রোববার রাত ৯টার দিকে একটি বিশেষ টহল দল জীবননগর এলাকায় অবস্থান করে। ভ্যানচালক জীবননগর অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল জীবননগর বিজিবি ক্যাম্পের নিকটে ভ্যানে তল্লাশি চালায়। এসময় ভ্যানের সিটের পেছনে লুকানো অবস্থায় ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করে। এসময় ভ্যানসহ চোরাকারবারি শাহাবুল মিয়াকে আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘স্বর্ণেও বারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে স্বর্ণেও বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দুই কোটি টাকার ২০টি স্বর্ণের বারসহ আটক ১

আপলোড টাইম : ০৫:৪২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ শাহাবুল মিয়া (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। উদ্ধার হওয়া ২০টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৩০ গ্রাম। জব্দকৃত এ স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২৯২ টাকা। গতকাল রোববার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। আটক চোরাকারবারি জীবননগর সদরপাড়ার মৃত মোকছেদ মন্ডলের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পায় একজন ভ্যানচালক ভ্যানযোগে জীবননগর এলাকা থেকে স্বর্ণ পাচারের উদ্দেশে সীমান্তের দিকে যাবে। খবর পেয়ে গতকাল রোববার রাত ৯টার দিকে একটি বিশেষ টহল দল জীবননগর এলাকায় অবস্থান করে। ভ্যানচালক জীবননগর অতিক্রম করে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল জীবননগর বিজিবি ক্যাম্পের নিকটে ভ্যানে তল্লাশি চালায়। এসময় ভ্যানের সিটের পেছনে লুকানো অবস্থায় ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করে। এসময় ভ্যানসহ চোরাকারবারি শাহাবুল মিয়াকে আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘স্বর্ণেও বারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটক আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে স্বর্ণেও বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।’