ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

তীব্র গরমে জনজীবনে স্থবিরতা, রাস্তা-ঘাট ‘শূন্য’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে চলেছে তাপ প্রবাহ। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গতকাল রোববার বেলা তিনটায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বোচ্চ। গত রোববার (২ এপ্রিল) থেকে গতকাল পর্যন্ত টানা ৮ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। গরমের মৌসুমে একটানা ৮ দিন ধরে একটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া বিরল। এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এ জেলায় বিরাজ করায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রোজার মধ্যে তীব্র গরমে এ জেলার খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তীব্র রোদে শ্রমিক, দিনমজুর, ভ্যান ও রিকশা চালকেরা কাজ করতে না পেরে অলস সময়ও পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠাণ্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে স্বল্প আয়ের মানুষরা। বেলা বাড়ার সাথে সাথে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে তাপদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত ৮ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এ জেলায়। গত রোববার (২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, সোমবার (৩ এপ্রিল) ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৪ এপ্রিল) ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৫ এপ্রিল) ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (৭ এপ্রিল) ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৮ এপ্রিল) ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল রোববার (৯ এপ্রিল) ৩৯ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় যা টানা ৮ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা ৮ দিন ধরে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। তার সাথে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা ৬ দিন ধরে। এ ধারা আরও কিছুদিন অব্যহত থাকবে। সারাদেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ১৫ শতাংশ। এটি এ জেলার এই মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আদ্রতার পরিমাণ কমে গেছে। বাতাসে আদ্রতার পরিমাণ কম থাকায় মানুষের শরীরে ঘামও কম হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

তীব্র গরমে জনজীবনে স্থবিরতা, রাস্তা-ঘাট ‘শূন্য’

আপলোড টাইম : ০৫:২৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে চলেছে তাপ প্রবাহ। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গতকাল রোববার বেলা তিনটায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বোচ্চ। গত রোববার (২ এপ্রিল) থেকে গতকাল পর্যন্ত টানা ৮ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। গরমের মৌসুমে একটানা ৮ দিন ধরে একটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া বিরল। এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এ জেলায় বিরাজ করায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রোজার মধ্যে তীব্র গরমে এ জেলার খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তীব্র রোদে শ্রমিক, দিনমজুর, ভ্যান ও রিকশা চালকেরা কাজ করতে না পেরে অলস সময়ও পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠাণ্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে স্বল্প আয়ের মানুষরা। বেলা বাড়ার সাথে সাথে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে তাপদাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, গত ৮ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এ জেলায়। গত রোববার (২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, সোমবার (৩ এপ্রিল) ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৪ এপ্রিল) ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৫ এপ্রিল) ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (৭ এপ্রিল) ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৮ এপ্রিল) ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল রোববার (৯ এপ্রিল) ৩৯ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় যা টানা ৮ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা ৮ দিন ধরে এ জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। তার সাথে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে একটানা ৬ দিন ধরে। এ ধারা আরও কিছুদিন অব্যহত থাকবে। সারাদেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ১৫ শতাংশ। এটি এ জেলার এই মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা। বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আদ্রতার পরিমাণ কমে গেছে। বাতাসে আদ্রতার পরিমাণ কম থাকায় মানুষের শরীরে ঘামও কম হচ্ছে।