ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিকেএসপিতে চান্স পেল চুয়াডাঙ্গার দুই ক্রিকেটার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির তৃণমূল ক্রীড়া প্রতিভা অন্বেষণ ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট ইভেন্টে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির দুজন ক্রিকেটার চান্স পেয়েছে। গত বুধবার রাতে বিকেএসপির ওয়েবসাইটে এ ফলাফল ঘোষণা করা হয়। বিকেএসপি সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ-২০২৩ এর আওতায় ২১টি ইভেন্টে সারা বাংলাদেশ থেকে ১ হাজার প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদেরকে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে। ঘোষিত ফলাফলে ক্রিকেটে সারা বাংলাদেশ (৬৪ জেলা) থেকে ১৭০ জন বালক এবং ২৫ জন বালিকা ক্রিকেটারকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

এ ফলাফলে চুয়াডাঙ্গা নাইটেঙ্গেল ক্রিকেট একাডেমি থেকে বিকেএসপিতে চান্স পেয়েছে ক্রিকেটার রাকিমুল ইসলাম ও সুমাইয়া আক্তার সোনিয়া। রাকিমুল ইসলাম চুয়াডাঙ্গা রেলপাড়ার বাসিন্দা চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক-কোচ ইসলাম রকিবের ছেলে এবং সুমাইয়া আক্তার সোনিয়া পৌর এলাকার গোরস্থান পাড়ার মোস্তফা শেখের মেয়ে।

বিকেএসপিতে চান্স পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ক্রিকেট একাডেমি ও এনপিএল ক্রিকেট লিগের ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মেহনাজ খান বাঁধন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক সাবেক ক্রিকেটার সুরেশ কুমার আগরওয়াল পিণ্টু। এছাড়া রাকিমুল ও সোনিয়াকে বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সাবেক সভাপতি আজাদ মালিতা ও কানাডা প্রবাসী জাতীয় দলের সাবেক ফুটবলার মামুন জোয়ার্দ্দার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বিকেএসপিতে চান্স পেল চুয়াডাঙ্গার দুই ক্রিকেটার

আপলোড টাইম : ০৮:২৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির তৃণমূল ক্রীড়া প্রতিভা অন্বেষণ ক্রীড়া কর্মসূচির আওতায় ক্রিকেট ইভেন্টে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির দুজন ক্রিকেটার চান্স পেয়েছে। গত বুধবার রাতে বিকেএসপির ওয়েবসাইটে এ ফলাফল ঘোষণা করা হয়। বিকেএসপি সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ-২০২৩ এর আওতায় ২১টি ইভেন্টে সারা বাংলাদেশ থেকে ১ হাজার প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদেরকে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে। ঘোষিত ফলাফলে ক্রিকেটে সারা বাংলাদেশ (৬৪ জেলা) থেকে ১৭০ জন বালক এবং ২৫ জন বালিকা ক্রিকেটারকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

এ ফলাফলে চুয়াডাঙ্গা নাইটেঙ্গেল ক্রিকেট একাডেমি থেকে বিকেএসপিতে চান্স পেয়েছে ক্রিকেটার রাকিমুল ইসলাম ও সুমাইয়া আক্তার সোনিয়া। রাকিমুল ইসলাম চুয়াডাঙ্গা রেলপাড়ার বাসিন্দা চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক-কোচ ইসলাম রকিবের ছেলে এবং সুমাইয়া আক্তার সোনিয়া পৌর এলাকার গোরস্থান পাড়ার মোস্তফা শেখের মেয়ে।

বিকেএসপিতে চান্স পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ক্রিকেট একাডেমি ও এনপিএল ক্রিকেট লিগের ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মেহনাজ খান বাঁধন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক সাবেক ক্রিকেটার সুরেশ কুমার আগরওয়াল পিণ্টু। এছাড়া রাকিমুল ও সোনিয়াকে বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, বাংলাদেশ সংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন, সাবেক সভাপতি আজাদ মালিতা ও কানাডা প্রবাসী জাতীয় দলের সাবেক ফুটবলার মামুন জোয়ার্দ্দার।