ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৫৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউপির চেয়ারম্যান নাজমুল হুদা জিণ্টু প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খ্যাতে ১ নম্বর স্কিমের জন্য ৪ লাখ ৫৬ হাজার ৭ শ টাকা বরাদ্দ করা হয়। এ বরাদ্দকৃত টাকার অনুকূলে বাঁশবাড়িয়া ও গাড়াপোতা প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহ এবং শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ ও রুলি আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে ফ্যান সরবরাহ করা কথা ছিল।

প্রকল্প বাস্তবায়নে মেম্বার নাসির উদ্দিনকে সভাপতি ও তহমিনা খাতুনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রকল্পের সভাপতি নাসির উদ্দিন মেম্বার জানান, তিনি এই প্রকল্পের সভাপতি হলেও প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না। তার কাছ থেকে এ বিষয়ে কোনো স্বাক্ষর নেওয়া হয়নি। তিনি আরও বলেন, তাদের স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ধরণের অনেক ভুয়া প্রকল্প তৈরি করে চেয়ারম্যান লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অনুসন্ধান করলেই তার আসল তথ্য বেরিয়ে আসবে।

এ ব্যাপারে ইউপি সচিব জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘শুধুমাত্র চেকে আমার স্বাক্ষর আছে। অন্যান্য কাগজে আমার স্বাক্ষর নেই। থাকলে সেটা চেয়ারম্যান সাহেব জানে।’ ইউপি সদস্য তহমিনা খাতুন বলেন, এ প্রকল্প সম্পর্কে কিছুই জানানে না। তিনি বলেন, ‘আমি প্রকল্পের কোনো কাগজে স্বাক্ষর করিনি।’ এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিণ্টু বলেন, ‘প্রকল্পের সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষর করেনি। আমি স্বাক্ষর করে প্রত্যয়ন দিয়ে টাকা উত্তোলনের ব্যবস্থা করেছি।’ উপজেলা পরিষদের চেয়ারমান ময়জদ্দিন হামিদ বলেন, ‘এ ঘটনায় একজন মহিলা মেম্বারসহ ১০ জন মেম্বার আমার কাছে এসেছিল। তাদের অভিযোগ শুনেছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মহেশপুরে স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ!

আপলোড টাইম : ০৫:৫৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউপির চেয়ারম্যান নাজমুল হুদা জিণ্টু প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খ্যাতে ১ নম্বর স্কিমের জন্য ৪ লাখ ৫৬ হাজার ৭ শ টাকা বরাদ্দ করা হয়। এ বরাদ্দকৃত টাকার অনুকূলে বাঁশবাড়িয়া ও গাড়াপোতা প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহ এবং শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ ও রুলি আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে ফ্যান সরবরাহ করা কথা ছিল।

প্রকল্প বাস্তবায়নে মেম্বার নাসির উদ্দিনকে সভাপতি ও তহমিনা খাতুনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। প্রকল্পের সভাপতি নাসির উদ্দিন মেম্বার জানান, তিনি এই প্রকল্পের সভাপতি হলেও প্রকল্প সম্পর্কে কিছুই জানেন না। তার কাছ থেকে এ বিষয়ে কোনো স্বাক্ষর নেওয়া হয়নি। তিনি আরও বলেন, তাদের স্বাক্ষর জাল করে প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ধরণের অনেক ভুয়া প্রকল্প তৈরি করে চেয়ারম্যান লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অনুসন্ধান করলেই তার আসল তথ্য বেরিয়ে আসবে।

এ ব্যাপারে ইউপি সচিব জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘শুধুমাত্র চেকে আমার স্বাক্ষর আছে। অন্যান্য কাগজে আমার স্বাক্ষর নেই। থাকলে সেটা চেয়ারম্যান সাহেব জানে।’ ইউপি সদস্য তহমিনা খাতুন বলেন, এ প্রকল্প সম্পর্কে কিছুই জানানে না। তিনি বলেন, ‘আমি প্রকল্পের কোনো কাগজে স্বাক্ষর করিনি।’ এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিণ্টু বলেন, ‘প্রকল্পের সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষর করেনি। আমি স্বাক্ষর করে প্রত্যয়ন দিয়ে টাকা উত্তোলনের ব্যবস্থা করেছি।’ উপজেলা পরিষদের চেয়ারমান ময়জদ্দিন হামিদ বলেন, ‘এ ঘটনায় একজন মহিলা মেম্বারসহ ১০ জন মেম্বার আমার কাছে এসেছিল। তাদের অভিযোগ শুনেছি।’