ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দুই মুড়ি ফ্যাক্টরিকে ৫৫ হাজার টাকা জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৪৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • / ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

অস্বাস্থ্যকরভাবে তৈরি হচ্ছিলো তেল ও মুড়ি। এছাড়াও মোড়কে অসত্য বিজ্ঞাপন দেওয়াসহ বিভিন্ন অভিযোগে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুর ১২টায় সদর উপজেলার হাতিকাটা ও আলুকদিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে মেসার্স ইনসাফ অয়েল অ্যান্ড মুড়ি ফ্যাক্টরি ও মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযান সূত্রে জানা গেছে, আলুকদিয়া হাতিকাটায় মেসার্স ইনসাফ অয়েল অ্যান্ড মুড়ি ফ্যাক্টরিকে পূর্বে সতর্ক করা স্বত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে তেল ও মুড়ি তৈরি, মোড়কে অসত্য বিজ্ঞাপন দিয়ে আসছিল। গতকাল এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক সজল আহম্মেদ। পরবর্তীতে আলুকদিয়া মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিতেও তদারকি করেন তিনি। একই অপরাধ ও ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান উপলক্ষে নিয়মিত সময়ের চেয়ে বেশি বাজার মনিটিরিং চলছে। ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দুই মুড়ি ফ্যাক্টরিকে ৫৫ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৫:৪৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

অস্বাস্থ্যকরভাবে তৈরি হচ্ছিলো তেল ও মুড়ি। এছাড়াও মোড়কে অসত্য বিজ্ঞাপন দেওয়াসহ বিভিন্ন অভিযোগে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুর ১২টায় সদর উপজেলার হাতিকাটা ও আলুকদিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে মেসার্স ইনসাফ অয়েল অ্যান্ড মুড়ি ফ্যাক্টরি ও মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ।

অভিযান সূত্রে জানা গেছে, আলুকদিয়া হাতিকাটায় মেসার্স ইনসাফ অয়েল অ্যান্ড মুড়ি ফ্যাক্টরিকে পূর্বে সতর্ক করা স্বত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে তেল ও মুড়ি তৈরি, মোড়কে অসত্য বিজ্ঞাপন দিয়ে আসছিল। গতকাল এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক সজল আহম্মেদ। পরবর্তীতে আলুকদিয়া মেসার্স আনারস মুড়ি ফ্যাক্টরিতেও তদারকি করেন তিনি। একই অপরাধ ও ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজান উপলক্ষে নিয়মিত সময়ের চেয়ে বেশি বাজার মনিটিরিং চলছে। ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।