ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে স্বর্ণের ব্যাগ ফেলে ভারতে পালালো পাচারকারী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:৩৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের মহেশপুর থেকে ৫৮ বিজিবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪৯ ভরি ওজনের ৫টি সোনার বার উদ্ধার করেছে। গতকাল সোমবার উপজেলার সীমান্তবর্তী মাটিলা গ্রামের আজিজুর রহমানের ড্রাগন বাগানের পাশ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার বিজিবি। এসময় অজ্ঞাতনামা এক পাচারকারী ভারতে পালিয়ে যায়। উদ্ধার স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৪৯ লাখ ৪৪ হাজার ২২৫ টাকা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।

মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানার উদ্বৃতি দিয়ে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে মহেশপুরের মাটিলা বিওপির একটি টহল দল ওই গ্রামের আজিজুর রহমানের ড্রাগন বাগানে অবস্থান নেয়। বেলা একটার দিকে লাল-কালো রংয়ের জ্যাকেট পরা এক ব্যক্তি ব্যাগসহ ওই পথ দিয়ে যাচ্ছিল। এসময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ব্যাগের মধ্যে থেকে স্কসটেপ দিয়ে মোড়ানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বার গতকাল বিকেলে ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মহেশপুর সীমান্তে স্বর্ণের ব্যাগ ফেলে ভারতে পালালো পাচারকারী

আপলোড টাইম : ০৫:৩৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের মহেশপুর থেকে ৫৮ বিজিবির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪৯ ভরি ওজনের ৫টি সোনার বার উদ্ধার করেছে। গতকাল সোমবার উপজেলার সীমান্তবর্তী মাটিলা গ্রামের আজিজুর রহমানের ড্রাগন বাগানের পাশ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার বিজিবি। এসময় অজ্ঞাতনামা এক পাচারকারী ভারতে পালিয়ে যায়। উদ্ধার স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৪৯ লাখ ৪৪ হাজার ২২৫ টাকা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।

মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানার উদ্বৃতি দিয়ে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে মহেশপুরের মাটিলা বিওপির একটি টহল দল ওই গ্রামের আজিজুর রহমানের ড্রাগন বাগানে অবস্থান নেয়। বেলা একটার দিকে লাল-কালো রংয়ের জ্যাকেট পরা এক ব্যক্তি ব্যাগসহ ওই পথ দিয়ে যাচ্ছিল। এসময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ব্যাগের মধ্যে থেকে স্কসটেপ দিয়ে মোড়ানো ৫টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বার গতকাল বিকেলে ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।