ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনায় ট্রেনে মিলল ২০ লাখ টাকার হেরোইন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:২৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:

দর্শনা থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি)। গতকাল সোমবার দুপুরে দর্শনা হল্ট স্টেশনে মহানন্দা এক্সপ্রেসের কামরা থেকে এ হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার নওশাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন ট্রেনে হেরোইন পাচার করা হবে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে গতকাল চাঁপাইনবাবাগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস দর্শনা স্টেশনে থামলে তল্লাশি করেন। এসময় ট্রেনের সিটের ওপর একটি ব্যাগ থেকে এক কেজি হেরোইন জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা বলে জানান তিনি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত হেরোইন ধ্বংস করা হবে। এ ঘটনায় সুবেদার নওশাদ আলী বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় ট্রেনে মিলল ২০ লাখ টাকার হেরোইন

আপলোড টাইম : ০৫:২৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

দর্শনা থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি)। গতকাল সোমবার দুপুরে দর্শনা হল্ট স্টেশনে মহানন্দা এক্সপ্রেসের কামরা থেকে এ হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার নওশাদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন ট্রেনে হেরোইন পাচার করা হবে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে গতকাল চাঁপাইনবাবাগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস দর্শনা স্টেশনে থামলে তল্লাশি করেন। এসময় ট্রেনের সিটের ওপর একটি ব্যাগ থেকে এক কেজি হেরোইন জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য ২০ লাখ টাকা বলে জানান তিনি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, জব্দকৃত হেরোইন ধ্বংস করা হবে। এ ঘটনায় সুবেদার নওশাদ আলী বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন।