ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার চার ইউনিয়নে দ্রুততম সময়ে নির্বাচন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • / ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে আয়োজনের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করে এ তথ্য জানান উচ্চ আদালতে রিটকারী শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ গ্রামের বাসিন্দা কাজী আমিরুল ইসলাম কাছেদ। ইউনিয়নগুলো হলো শঙ্করচন্দ্র, মাখালডাঙ্গা, বেগমপুর ও নেহালপুর। সীমানা নির্ধারণের মামলার কারণে প্রায় ১২ বছর এসব ইউনিয়নে নির্বাচন হয়নি।

লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, ‘২০১১ সালে সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আবদুর রহমান। পরে শঙ্করচন্দ্র ইউনিয়নকে ভেঙে শঙ্করচন্দ্র, মাখালডাঙ্গা এবং বেগমপুর ইউনিয়নকে ভেঙে বেগমপুর ও নেহালপুর ইউনিয়ন ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আদালতে সীমানা নির্ধারণের মামলা করা হয়। এ কারণে প্রায় ১২ বছর এসব ইউনিয়নে নির্বাচন হয়নি। বিষয়টি অনুধাবন করে আমি  উচ্চ আদালতে একটি রিট পিটিশন করি। উচ্চ আদালত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ২৭ মার্চ সীমানা নির্ধারণের মামলা খারিজ করে দেন। আর এসব ইউনিয়নে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আদেশ দেন।’

আমিরুল ইসলাম আরও বলেন, ‘আমি শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদে নির্বাচনের প্রার্থী হতে চাই। আগামী নির্বাচনে প্রার্থী হয়ে জনগনের ভোটে নির্বাচিত হয়ে তাদের পাশে থাকতে চাই।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গার চার ইউনিয়নে দ্রুততম সময়ে নির্বাচন

আপলোড টাইম : ১১:৪৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে আয়োজনের আদেশ দিয়েছেন উচ্চ আদালত। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করে এ তথ্য জানান উচ্চ আদালতে রিটকারী শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ গ্রামের বাসিন্দা কাজী আমিরুল ইসলাম কাছেদ। ইউনিয়নগুলো হলো শঙ্করচন্দ্র, মাখালডাঙ্গা, বেগমপুর ও নেহালপুর। সীমানা নির্ধারণের মামলার কারণে প্রায় ১২ বছর এসব ইউনিয়নে নির্বাচন হয়নি।

লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, ‘২০১১ সালে সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আবদুর রহমান। পরে শঙ্করচন্দ্র ইউনিয়নকে ভেঙে শঙ্করচন্দ্র, মাখালডাঙ্গা এবং বেগমপুর ইউনিয়নকে ভেঙে বেগমপুর ও নেহালপুর ইউনিয়ন ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আদালতে সীমানা নির্ধারণের মামলা করা হয়। এ কারণে প্রায় ১২ বছর এসব ইউনিয়নে নির্বাচন হয়নি। বিষয়টি অনুধাবন করে আমি  উচ্চ আদালতে একটি রিট পিটিশন করি। উচ্চ আদালত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ২৭ মার্চ সীমানা নির্ধারণের মামলা খারিজ করে দেন। আর এসব ইউনিয়নে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আদেশ দেন।’

আমিরুল ইসলাম আরও বলেন, ‘আমি শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদে নির্বাচনের প্রার্থী হতে চাই। আগামী নির্বাচনে প্রার্থী হয়ে জনগনের ভোটে নির্বাচিত হয়ে তাদের পাশে থাকতে চাই।’