ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকচাপায় প্রাণ গেল পাখিভ্যান চালকের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৩৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • / ৪৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, সরোজগঞ্জ:

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জের নবীননগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক পাখিভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহের হরিণাকণ্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত কুরবান জোয়ার্দ্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম গতকাল পাখিভ্যানে ভুট্টা বিক্রি করতে সরোজগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। তিনি আটমাইল নবীননগর নামক স্থানে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা এক ভুট্টা বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সিরাজুল ইসলাম। এ ঘটনায় আহত হন একই গ্রামের মসলেম উদ্দিনের ছেলে কুদ্দস আলী। পরে ট্রাকটি সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের সদস্যরা আটক করে।

এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের ইনচার্জ হারুন উর রশিদ বলেন, ‘আমরা ট্রাকটি জব্দ করে ক্যাম্পে নিয়ে এসেছি। সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।’ এদিকে, একই দিন বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইলে গরুর হাটে সড়ক দুর্ঘটনায় এক আলমসাধু চালক আহত হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ট্রাকচাপায় প্রাণ গেল পাখিভ্যান চালকের

আপলোড টাইম : ১১:৩৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

প্রতিবেদক, সরোজগঞ্জ:

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জের নবীননগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল ইসলাম (৫৫) নামের এক পাখিভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহের হরিণাকণ্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত কুরবান জোয়ার্দ্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম গতকাল পাখিভ্যানে ভুট্টা বিক্রি করতে সরোজগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। তিনি আটমাইল নবীননগর নামক স্থানে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা এক ভুট্টা বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সিরাজুল ইসলাম। এ ঘটনায় আহত হন একই গ্রামের মসলেম উদ্দিনের ছেলে কুদ্দস আলী। পরে ট্রাকটি সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের সদস্যরা আটক করে।

এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের ইনচার্জ হারুন উর রশিদ বলেন, ‘আমরা ট্রাকটি জব্দ করে ক্যাম্পে নিয়ে এসেছি। সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে।’ এদিকে, একই দিন বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইলে গরুর হাটে সড়ক দুর্ঘটনায় এক আলমসাধু চালক আহত হয়েছে বলে জানা গেছে।