ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে তিন মাসে সড়কে ঝরল ২৫ প্রাণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • / ৩৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই একের পর এক তাজা প্রাণ হারিয়ে যাচ্ছে। কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। এতে থমকে যাচ্ছে বহু পরিবার। সূত্রে জানা গেছে, গত ৩ মাসে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চলাচল ও সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন এ সড়ক দুর্ঘটনার মূলে রয়েছে। বেশির ভাগ সড়ক দুর্ঘটনা ঘটেছে অবৈধ নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি ও অটোভ্যানের বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে।

পুলিশ ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলার ৬ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় সর্বাধিক ৯ জন, শৈলকুপায় ৫ জন, মহেশপুরে একজন, কোটচাঁদপুরে ৪ জন ও কালীগঞ্জ উপজেলায় ৫ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। অনেকের অভিযোগ, দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কাজে আসছে না। দেশে  বেপরোয়া যান চলাচল বন্ধ হয়নি। কমেনি অবৈধ যানবাহন চলাচল। তিন চাকার গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে ঝিনাইদহের প্রতিটি সড়কে।

এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত সড়ক-মহাসড়কে অভিযান চালানো হচ্ছে। আলমসাধু, ভটভটি ও ইজিবাইকসহ বিভিন্ন অবৈধ যানবাহন আটক করা হচ্ছে। পাশাপাশি তাদের সচেতন করা হচ্ছে। তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ না করলে পুলিশের পক্ষে একা অবৈধ যানবাহন বন্ধ করা সম্ভব নয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে তিন মাসে সড়কে ঝরল ২৫ প্রাণ

আপলোড টাইম : ১১:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই একের পর এক তাজা প্রাণ হারিয়ে যাচ্ছে। কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। এতে থমকে যাচ্ছে বহু পরিবার। সূত্রে জানা গেছে, গত ৩ মাসে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চলাচল ও সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন এ সড়ক দুর্ঘটনার মূলে রয়েছে। বেশির ভাগ সড়ক দুর্ঘটনা ঘটেছে অবৈধ নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি ও অটোভ্যানের বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে।

পুলিশ ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলার ৬ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় সর্বাধিক ৯ জন, শৈলকুপায় ৫ জন, মহেশপুরে একজন, কোটচাঁদপুরে ৪ জন ও কালীগঞ্জ উপজেলায় ৫ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। অনেকের অভিযোগ, দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কাজে আসছে না। দেশে  বেপরোয়া যান চলাচল বন্ধ হয়নি। কমেনি অবৈধ যানবাহন চলাচল। তিন চাকার গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে ঝিনাইদহের প্রতিটি সড়কে।

এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত সড়ক-মহাসড়কে অভিযান চালানো হচ্ছে। আলমসাধু, ভটভটি ও ইজিবাইকসহ বিভিন্ন অবৈধ যানবাহন আটক করা হচ্ছে। পাশাপাশি তাদের সচেতন করা হচ্ছে। তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ না করলে পুলিশের পক্ষে একা অবৈধ যানবাহন বন্ধ করা সম্ভব নয়।