ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পাঁচটি দুস্থ পরিবারকে গৃহ হস্তান্তরকালে এমপি ছেলুন জোয়াদ্দর্ার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ৩১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার পাঁচটি দুস্থ পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেছেন চুয়াডাঙ্গা—১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়াদ্দর্ার ছেলুন। বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা মটরসের স্বত্ত্বাধিকারী শহিদুল হক মোল্লা এই পাঁচটি ঘর নির্মাণ করে দেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার জেহালা ইউনিয়নের সনাতনপুর গ্রামের আব্দুল মান্নানকে আনুষ্ঠানিকভাবে গৃহ হস্তান্তর করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাধ্যমে ঘরগুলো নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ টাকা।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, শহিদুল হক মোল্লা, হাজী লিয়াকত আলী লিপু মোল্লা, আমিনুল হক মোল্লা, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সম্পাদক হান্নান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।

গৃহ হস্তান্তরকালে ছেলুন জোয়াদ্দর্ার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ কাজের প্রতি সম্মান জানিয়ে আমার ছোট ভাই শহিদুল হক মোল্লা এগিয়ে এসেছে। আজ (গতকাল) সে পাঁচটি গৃহহীনকে তার নিজের অর্থে ঘর করে দিয়েছে। আমি সমাজের বিত্তবানদের আহ্বান জানাবো, এভাবে সকলেই এগিয়ে আসলে সমাজে কেউ গৃহহীন থাকবে না।’

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন এবং গৃহহীনদের জমি ও গৃহনির্মাণ করে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এই কাজে এগিয়ে এসেছেন আলমডাঙ্গা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শহিদুল হক মোল্লা। তিনি আলমডাঙ্গা উপজেলার জন্য ১০ লাখ টাকা দিয়েছিলেন। সেই টাকা দিয়ে উপজেলার পাঁচটি গৃহহীন পরিবারকে ঘর করে দেওয়া হয়েছে।’

বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল হক মোল্লা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষের নিজের জমি ও বাড়ি থাকবে। কেউ গৃহহীন থাকবে না। তাঁর সেই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ভূমি ও গৃহের ব্যবস্থা করে যাচ্ছেন। তাঁর এই মহৎ উদ্যোগকে সম্মান জানাতে আমি এই কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছি। আমি আলমডাঙ্গা উপজেলায় পাঁচটি গৃহহীন পরিবারকে গৃহের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়াও দেশের অন্যান্য স্থানেও বেশ কয়েকটি গৃহ নির্মাণ করে দিয়েছি। সমাজের ও দেশের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সমাজের বিত্তশালীদের উচিৎ এ মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গায় পাঁচটি দুস্থ পরিবারকে গৃহ হস্তান্তরকালে এমপি ছেলুন জোয়াদ্দর্ার

আপলোড টাইম : ০৩:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার পাঁচটি দুস্থ পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করেছেন চুয়াডাঙ্গা—১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়াদ্দর্ার ছেলুন। বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা মটরসের স্বত্ত্বাধিকারী শহিদুল হক মোল্লা এই পাঁচটি ঘর নির্মাণ করে দেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার জেহালা ইউনিয়নের সনাতনপুর গ্রামের আব্দুল মান্নানকে আনুষ্ঠানিকভাবে গৃহ হস্তান্তর করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাধ্যমে ঘরগুলো নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ টাকা।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, শহিদুল হক মোল্লা, হাজী লিয়াকত আলী লিপু মোল্লা, আমিনুল হক মোল্লা, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সম্পাদক হান্নান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।

গৃহ হস্তান্তরকালে ছেলুন জোয়াদ্দর্ার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ কাজের প্রতি সম্মান জানিয়ে আমার ছোট ভাই শহিদুল হক মোল্লা এগিয়ে এসেছে। আজ (গতকাল) সে পাঁচটি গৃহহীনকে তার নিজের অর্থে ঘর করে দিয়েছে। আমি সমাজের বিত্তবানদের আহ্বান জানাবো, এভাবে সকলেই এগিয়ে আসলে সমাজে কেউ গৃহহীন থাকবে না।’

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন এবং গৃহহীনদের জমি ও গৃহনির্মাণ করে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এই কাজে এগিয়ে এসেছেন আলমডাঙ্গা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শহিদুল হক মোল্লা। তিনি আলমডাঙ্গা উপজেলার জন্য ১০ লাখ টাকা দিয়েছিলেন। সেই টাকা দিয়ে উপজেলার পাঁচটি গৃহহীন পরিবারকে ঘর করে দেওয়া হয়েছে।’

বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল হক মোল্লা বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষের নিজের জমি ও বাড়ি থাকবে। কেউ গৃহহীন থাকবে না। তাঁর সেই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ভূমি ও গৃহের ব্যবস্থা করে যাচ্ছেন। তাঁর এই মহৎ উদ্যোগকে সম্মান জানাতে আমি এই কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছি। আমি আলমডাঙ্গা উপজেলায় পাঁচটি গৃহহীন পরিবারকে গৃহের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়াও দেশের অন্যান্য স্থানেও বেশ কয়েকটি গৃহ নির্মাণ করে দিয়েছি। সমাজের ও দেশের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সমাজের বিত্তশালীদের উচিৎ এ মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।’