ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় দুটি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ১

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / ২৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদার পুড়াপাড়া গ্রাম থেকে চোরাই গরুসহ রনি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গরুর মালিক হোগলডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে সাদ্দাম হোসেনের একটি গরু চুরি হয়। এদিকে পহেলা মার্চ দলকা লক্ষ্মীপুর গ্রামের আলম মণ্ডলের ছেলে সাজিমের একটি গরু চুরি হয়। পরের দিন মুক্তারপুর গ্রামের জমাত আলীর ছেলে মতিয়ার রহমানের একটি এবং প্রথম রমজানে কেশবপুর গ্রামের আজাদ আলী খানের ছেলে হোসাইন খানের দুটি বড় খাসি ছাগল চুরি হয়। এসব চুরির ঘটনায় তারা সবাই দামুড়হুদা মডেল থানায় আলাদা আলাদা জিডি করেন। পুলিশের পাশাপাশি গরুর খোঁজ করতে থাকেন মালিকেরা। এর একপর্যায়ে হোগলডাঙ্গা গ্রামের সাদ্দাম হোসেন জানতে পারেন সদর ইউনিয়নের পুড়াপাড়া  গ্রামে রনির বাড়িতে একটি চোরাই গরু আছে। পরে তিনি রনির বাতিতে চুরি হওয়া একটি গরুটি দেখতে পান। পরে দামুড়হুদা মডেল থানার এসআই শেখ তৈহিদুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যান হযরত আলি ও সদস্য জহিদুল ইসলাম, সামসুল ইসলামের সহযোগিতায় ওই গাভী ও একই গ্রামের মাঠ থেকে একটি বাছুর উদ্ধার করেন। পরে গরু দুটি থানা হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, সোমবার দুপুরে জানতে পারি পুড়াপাড়া গ্রামে আমার চুরি হওয়া গরু আছে। পরে পুলিশের সহযোগিতায় গরুটি উদ্ধার করা হয়।

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশকে খরব দিলে দুটি গরু উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দুটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানার মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দামুড়হুদায় দুটি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ১

আপলোড টাইম : ০৮:১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

প্রতিবেদক, দামুড়হুদা:

দামুড়হুদার পুড়াপাড়া গ্রাম থেকে চোরাই গরুসহ রনি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গরুর মালিক হোগলডাঙ্গা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে সাদ্দাম হোসেনের একটি গরু চুরি হয়। এদিকে পহেলা মার্চ দলকা লক্ষ্মীপুর গ্রামের আলম মণ্ডলের ছেলে সাজিমের একটি গরু চুরি হয়। পরের দিন মুক্তারপুর গ্রামের জমাত আলীর ছেলে মতিয়ার রহমানের একটি এবং প্রথম রমজানে কেশবপুর গ্রামের আজাদ আলী খানের ছেলে হোসাইন খানের দুটি বড় খাসি ছাগল চুরি হয়। এসব চুরির ঘটনায় তারা সবাই দামুড়হুদা মডেল থানায় আলাদা আলাদা জিডি করেন। পুলিশের পাশাপাশি গরুর খোঁজ করতে থাকেন মালিকেরা। এর একপর্যায়ে হোগলডাঙ্গা গ্রামের সাদ্দাম হোসেন জানতে পারেন সদর ইউনিয়নের পুড়াপাড়া  গ্রামে রনির বাড়িতে একটি চোরাই গরু আছে। পরে তিনি রনির বাতিতে চুরি হওয়া একটি গরুটি দেখতে পান। পরে দামুড়হুদা মডেল থানার এসআই শেখ তৈহিদুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যান হযরত আলি ও সদস্য জহিদুল ইসলাম, সামসুল ইসলামের সহযোগিতায় ওই গাভী ও একই গ্রামের মাঠ থেকে একটি বাছুর উদ্ধার করেন। পরে গরু দুটি থানা হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, সোমবার দুপুরে জানতে পারি পুড়াপাড়া গ্রামে আমার চুরি হওয়া গরু আছে। পরে পুলিশের সহযোগিতায় গরুটি উদ্ধার করা হয়।

দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশকে খরব দিলে দুটি গরু উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘দুটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানার মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।’