ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফুটপাত দখল রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা পৌর এলাকার ঈদগাহ মোড়ে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ভাঙারির ব্যবসা করে আসছিলেন বাবু নামের এক ব্যবসায়ী। বারবার সতর্ক করার পরও তিনি কোনো প্রকার কর্ণপাত করেননি। একই সাথে মেসার্স পলি স্টোরের মালিক আব্দুর রাজ্জাক সড়কের ধারে ফুটপাত দখল করে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। বারবার সতর্ক করার পর তিনিও কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ পৌর কর্তৃপক্ষের।

চুয়াডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) শামীম ভূঁইয়ার নির্দেশনায় গতকাল সোমবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের নেতৃত্বে চলমান এ অভিযানে পলি স্টোর নামের এক প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে ফুটপাতের ধারের অবৈধ ভাঙারির জঞ্জাল।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক মানের পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। চমৎকার চুয়াডাঙ্গার প্রত্যাশায় শহরের সবগুলো অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে। ফুটপাতগুলো অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষা করে মানুষজনের চলাচলের উপযোগী করে তোলা হবে। সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার ঈদগাহ মোড়ে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ভাঙারির ব্যবসায়ীর কারণে সেখানে নোংরা হয়ে ছিল। ফুটপাত দখল করে পলি স্টোরের মালিক আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ফুটপাতের ওপর গ্যাস সিলিন্ডার রেখে তাঁর ব্যবসা চালিয়ে চাচ্ছিলেন। গ্যাস সিলিন্ডার রাখার কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল। তাদেরকে বারবার সতর্ক করার পরও তারা কোনো প্রকার কর্ণপাত না করায় এ অভিযান চালনো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ফুটপাত দখল রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আপলোড টাইম : ০৮:০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা পৌর এলাকার ঈদগাহ মোড়ে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ভাঙারির ব্যবসা করে আসছিলেন বাবু নামের এক ব্যবসায়ী। বারবার সতর্ক করার পরও তিনি কোনো প্রকার কর্ণপাত করেননি। একই সাথে মেসার্স পলি স্টোরের মালিক আব্দুর রাজ্জাক সড়কের ধারে ফুটপাত দখল করে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। বারবার সতর্ক করার পর তিনিও কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ পৌর কর্তৃপক্ষের।

চুয়াডাঙ্গা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) শামীম ভূঁইয়ার নির্দেশনায় গতকাল সোমবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের নেতৃত্বে চলমান এ অভিযানে পলি স্টোর নামের এক প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে ফুটপাতের ধারের অবৈধ ভাঙারির জঞ্জাল।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক মানের পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। চমৎকার চুয়াডাঙ্গার প্রত্যাশায় শহরের সবগুলো অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে। ফুটপাতগুলো অবৈধ দখলদারদের কবল থেকে রক্ষা করে মানুষজনের চলাচলের উপযোগী করে তোলা হবে। সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার ঈদগাহ মোড়ে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ভাঙারির ব্যবসায়ীর কারণে সেখানে নোংরা হয়ে ছিল। ফুটপাত দখল করে পলি স্টোরের মালিক আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ফুটপাতের ওপর গ্যাস সিলিন্ডার রেখে তাঁর ব্যবসা চালিয়ে চাচ্ছিলেন। গ্যাস সিলিন্ডার রাখার কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল। তাদেরকে বারবার সতর্ক করার পরও তারা কোনো প্রকার কর্ণপাত না করায় এ অভিযান চালনো হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম।