ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত তিনদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তীব্র গরম ও রোজার কারণে অনেকেই বিশ্রাম নিচ্ছে, কেউ কেউ ঘর থেকেও বের হয়নি। রাস্তাঘাটও রয়েছে তুলনামূলক ফাঁকা।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। গত ২৩ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এদিন তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২৪ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এদিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২৫ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২৬ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা এবং রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘রোববার দিনগত রাতে চুয়াডাঙ্গার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এসময় বাতাসের গতিবেগ ছিল প্রায় ৪০ কিলোমিটার এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫ মিলিমিটার। তবে সোমবার দিনের বেলায় তাপমাত্রা বাড়তে শুরু করে। এদিন দুপুরে চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা এবং রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

আপলোড টাইম : ০৮:০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত তিনদিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তীব্র গরম ও রোজার কারণে অনেকেই বিশ্রাম নিচ্ছে, কেউ কেউ ঘর থেকেও বের হয়নি। রাস্তাঘাটও রয়েছে তুলনামূলক ফাঁকা।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। গত ২৩ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। এদিন তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২৪ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এদিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২৫ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২৬ মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা এবং রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘রোববার দিনগত রাতে চুয়াডাঙ্গার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এসময় বাতাসের গতিবেগ ছিল প্রায় ৪০ কিলোমিটার এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫ মিলিমিটার। তবে সোমবার দিনের বেলায় তাপমাত্রা বাড়তে শুরু করে। এদিন দুপুরে চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা এবং রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।