ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে দেশ অটো রাইস মিলের ধোঁয়া ও ছাইয়ে অতিষ্ঠ এলাকাবাসী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:১৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / ৪৪ বার পড়া হয়েছে

জীবননগর অফিস:
জীবননগর লক্ষ্মীপুরে দেশ অটো রাইস মিলের ধোঁয়া ও ছাইয়ে পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। নোংরা হচ্ছে বসতবাড়ি ও আসবাবপত্র। ছাই উড়ে পড়ছে পথচারীদের মাথায় ও চোখে-মুখে। বিশেষ করে জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি বলে জানান ভুক্তভোগীরা।
জানা গেছে, রাইস মিল অনুমোদনের আগে ধোঁয়া ও ছাই সরানোর জন্য সাইক্লোন প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হয়। কিন্তু দেশ অটো রাইস মিলের মালিক তা করেননি।

এ কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, ‘দেশ বাংলা অটো রাইস মিলের ছাইয়ে পুরো বাড়ি ভরে গেছে। মনে হচ্ছে ছাইয়ের কারখানা। এই মিলের ধোঁয়া ও ছাইয়ে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে পরিবেশ অধিদপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘প্রতিদিন বাড়ির আঙিনা কয়েকবার পরিস্কার করেও লাভ হচ্ছে না। ছাই পড়ে আমার একটি চোখ নষ্ট হয়ে গেছে। পরিবারের অন্য সদস্যদেরও চোখ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের খাবারের সঙ্গে ছাই খেতে হচ্ছে। আমরা মিলের মালিক বিল্লালকে একাধিকবার বলেও কোনো কাজ হয়নি। এ বিষয়ে পৌরসভায় অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে দেশ বাংলা অটো মিলের মালিক বিল্লাল হোসেনের বলেন, ‘মিলের ছাই উড়ছে এটা সঠিক। আমরা দ্রুত মেশিন সরিয়ে নেওয়ার জন্য কাজ করছি।’ জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, দেশ বাংলা অটো রাইস মিলের মালিকের বিরুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে দেশ অটো রাইস মিলের ধোঁয়া ও ছাইয়ে অতিষ্ঠ এলাকাবাসী

আপলোড টাইম : ০৮:১৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

জীবননগর অফিস:
জীবননগর লক্ষ্মীপুরে দেশ অটো রাইস মিলের ধোঁয়া ও ছাইয়ে পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। নোংরা হচ্ছে বসতবাড়ি ও আসবাবপত্র। ছাই উড়ে পড়ছে পথচারীদের মাথায় ও চোখে-মুখে। বিশেষ করে জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার মেলেনি বলে জানান ভুক্তভোগীরা।
জানা গেছে, রাইস মিল অনুমোদনের আগে ধোঁয়া ও ছাই সরানোর জন্য সাইক্লোন প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে হয়। কিন্তু দেশ অটো রাইস মিলের মালিক তা করেননি।

এ কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, ‘দেশ বাংলা অটো রাইস মিলের ছাইয়ে পুরো বাড়ি ভরে গেছে। মনে হচ্ছে ছাইয়ের কারখানা। এই মিলের ধোঁয়া ও ছাইয়ে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে পরিবেশ অধিদপ্তর কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘প্রতিদিন বাড়ির আঙিনা কয়েকবার পরিস্কার করেও লাভ হচ্ছে না। ছাই পড়ে আমার একটি চোখ নষ্ট হয়ে গেছে। পরিবারের অন্য সদস্যদেরও চোখ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের খাবারের সঙ্গে ছাই খেতে হচ্ছে। আমরা মিলের মালিক বিল্লালকে একাধিকবার বলেও কোনো কাজ হয়নি। এ বিষয়ে পৌরসভায় অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে দেশ বাংলা অটো মিলের মালিক বিল্লাল হোসেনের বলেন, ‘মিলের ছাই উড়ছে এটা সঠিক। আমরা দ্রুত মেশিন সরিয়ে নেওয়ার জন্য কাজ করছি।’ জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, দেশ বাংলা অটো রাইস মিলের মালিকের বিরুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।