ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে নানা আয়োজনে জাতীয় গণহত্যা দিবস পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / ৩৮ বার পড়া হয়েছে

ছবি: চুয়াডাঙ্গা জলো প্রশাসনরে আয়োজনে আলোচনা সভা।

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শহিদবেদীতে শ্রদ্ধাঞ্জলি, মোমবাতি প্রজ্জ্বলন, আলোক মিছিল, প্রতীকী ব্লাক আউট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা:

যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায়ও নানা আয়োজনে পালন করা হয় দিবসটি। দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রার্থনা, আলোকচিত্র প্রদর্শনী, আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ছিল উল্লেখযোগ্য। গণহত্যা দিবসের প্রতিটি কর্মসূচিতে এবারও সাম্প্রদায়িক অপশক্তিকে যেকোনো মূল্যে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি ছিল সকলের মুখে মুখে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আলোচনা সভা:

২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলা মালিক, আবু হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ৭ ডিসেম্বর তৎকালীন অবিভক্ত পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানের শাসকগোষ্ঠী সেই নির্বাচনে বিজয়ী শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। বঙ্গবন্ধুকে সরকার গঠনে আহ্বান জানানোর পরিবর্তে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এর প্রতিবাদে সমগ্র পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ অত্যাধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা চালায়। ‘অপারেশন সার্চলাইট’ নামে অভিযানটি পরিচালনার মাধ্যমে তারা স্বাধীনতাকামী ছাত্রজনতার প্রতিরোধকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। এর ব্যাপ্তি ছিল ঢাকাসহ সারাদেশ।

পাকিস্তানিদের ঘৃণা-ধিক্কার জানানোর পাশাপাশি একাত্তরের গণহত্যা নিয়ে পরাজিত পাকিস্তানের নতুন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেছেন, ‘একাত্তরের গণহত্যাসহ পৃথিবীর সব গণহত্যা যেন আমরা ভুলে না যাই। অব্যাহতভাবে এ গণহত্যার স্বীকৃতি হিসেবে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার সপক্ষে দাবি জোরদার করতে হবে। এখনও কিছু স্বাধীনতা বিরোধী শক্তি রয়েছে, যাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বাঙালি জাতির আত্মপরিচয় ও মর্যাদার ইতিহাস প্রতিষ্ঠার জন্য এবং মুক্তিযুদ্ধকে নিয়ে পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিতেই ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন। ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন প্রকৃতার্থে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মাহুতির প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।’

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে গণহত্যার স্মৃতিচারণ করেন চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাওয়াদুল ইসলাম ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাবাসসুম সুমাইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাসেদ, জেলা প্রশাসনের নেজারাত ডেপুটি কালেক্টর সাদাত হোসেন, সহকারী কমিশনার নুর পেয়ারা বেগম নিলুসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতীকী ব্ল্যাক আউট:

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরুর আগ মুহূর্তে যেভাবে চারদিক ভয়ঙ্কর অন্ধকার করে রাখা হয়, ঠিক সেই পরিস্থিতির সঙ্গে মিল রেখে এক মিনিটের জন্য প্রতীকী অন্ধকারে রাখা হয় গোটা চুয়াডাঙ্গা শহর। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সহায়তায় রাত সাড়ে ১০টা থেকে ১০.৩১টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া জেলা শহরের সব জায়গায় এই প্রতীকী অন্ধকার (ব্ল্যাক আউট) কর্মসূচি পালন করা হয়। এছাড়াও সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী করে জেলা তথ্য অফিস।

যুব মহিলা লীগের মোমবাতি প্রজ্জ্বলন:

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে শহিদদের স্মরণে চুয়াডাঙ্গা শহিদ হাসান চত্ত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা যুব মহিলা লীগ। গতকাল রাত ৮টায় চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের নেতৃত্বে যুব মহিলা লীগের নের্তৃবৃন্দ শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সহসভাপতি পূর্ণিমা হালদার, শিউলী খাতুন, ইভা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলিজা খাতুন, জাহানারা খাতুন, সাংগঠনিক সম্পাদক চিনি খাতুন, অর্থবিষয়ক সম্পাদক চম্পা খাতুনসহ যুব মহিলা লীগের ওয়ার্ড, পৌরসভা ও সদর উপজেলা পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা।

দৈনিক সময়ের সমীকরণ-এর গণহত্যা দিবসে শ্রদ্ধা:

দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে গণহত্যা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টা বাজার ঠিক কয়েক মুহূর্ত আগে থেকেই সমীকরণ পরিবার গণহত্যা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পত্রিকার সকল কাজ কিছুক্ষণের জন্য বন্ধ রেখে প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ঠিক রাত ১০.৩০টা থেকে ১০.৩১টা ১ মিনিটে প্রতীকী ব্লাক আউটের সময় নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, সহকারী ডেস্ক ইনচার্জ রুদ্র রাসেল, প্রধান কম্পিউটার অপারেটর বিএ জীবন, অনলাইন ডেস্ক ইনচার্জ সালেকিন মিয়া সাগর, হাসপাতাল প্রতিবেদক সাকিব আল হাসান প্রমুখ।

আলমডাঙ্গা:

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। গতকাল সকাল সাড়ে ৮টায় আলমডাঙ্গা বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় বধ্যভূমি হলঘরে ৭১-এর গণহত্যা, মুক্তিযুদ্ধে সকল শহিদ, ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবার, জাতীয় চার নেতাসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদীর গনু, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, প্রেসক্লাব সম্পাদক হামিদুল আজম প্রমুখ।

পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি ও বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম প্রমুখ। এদিকে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক এবং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে নিজ নিজ প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচিত পালন করে। এছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

দামুড়হুদা:

দামুড়হুদায় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আসির উদ্দিন, রুস্তম আলী, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফয়জুল ইসলাম প্রমুখ।

জীবননগর:

জীবননগরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন প্রমুখ।

গাংনী:

গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এর আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল।

এসময় আরও বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, আমিরুল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেণ্টু প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালো রাতের হত্যাযজ্ঞ ও নিষ্ঠুরতার বিষয়ে বলেন এবং সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন।

ঝিনাইদহ:

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঝিনাইদহে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় আয়োজন করা হয়। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে সভায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে নানা আয়োজনে জাতীয় গণহত্যা দিবস পালন

আপলোড টাইম : ০৪:১৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শহিদবেদীতে শ্রদ্ধাঞ্জলি, মোমবাতি প্রজ্জ্বলন, আলোক মিছিল, প্রতীকী ব্লাক আউট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা:

যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়েছে। সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায়ও নানা আয়োজনে পালন করা হয় দিবসটি। দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রার্থনা, আলোকচিত্র প্রদর্শনী, আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ছিল উল্লেখযোগ্য। গণহত্যা দিবসের প্রতিটি কর্মসূচিতে এবারও সাম্প্রদায়িক অপশক্তিকে যেকোনো মূল্যে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি ছিল সকলের মুখে মুখে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আলোচনা সভা:

২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলা মালিক, আবু হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ৭ ডিসেম্বর তৎকালীন অবিভক্ত পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানের শাসকগোষ্ঠী সেই নির্বাচনে বিজয়ী শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। বঙ্গবন্ধুকে সরকার গঠনে আহ্বান জানানোর পরিবর্তে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। এর প্রতিবাদে সমগ্র পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন শুরু হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ অত্যাধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা চালায়। ‘অপারেশন সার্চলাইট’ নামে অভিযানটি পরিচালনার মাধ্যমে তারা স্বাধীনতাকামী ছাত্রজনতার প্রতিরোধকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। এর ব্যাপ্তি ছিল ঢাকাসহ সারাদেশ।

পাকিস্তানিদের ঘৃণা-ধিক্কার জানানোর পাশাপাশি একাত্তরের গণহত্যা নিয়ে পরাজিত পাকিস্তানের নতুন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেছেন, ‘একাত্তরের গণহত্যাসহ পৃথিবীর সব গণহত্যা যেন আমরা ভুলে না যাই। অব্যাহতভাবে এ গণহত্যার স্বীকৃতি হিসেবে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার সপক্ষে দাবি জোরদার করতে হবে। এখনও কিছু স্বাধীনতা বিরোধী শক্তি রয়েছে, যাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বাঙালি জাতির আত্মপরিচয় ও মর্যাদার ইতিহাস প্রতিষ্ঠার জন্য এবং মুক্তিযুদ্ধকে নিয়ে পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিতেই ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রয়োজন। ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন প্রকৃতার্থে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মাহুতির প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।’

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে গণহত্যার স্মৃতিচারণ করেন চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাওয়াদুল ইসলাম ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাবাসসুম সুমাইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাসেদ, জেলা প্রশাসনের নেজারাত ডেপুটি কালেক্টর সাদাত হোসেন, সহকারী কমিশনার নুর পেয়ারা বেগম নিলুসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতীকী ব্ল্যাক আউট:

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরুর আগ মুহূর্তে যেভাবে চারদিক ভয়ঙ্কর অন্ধকার করে রাখা হয়, ঠিক সেই পরিস্থিতির সঙ্গে মিল রেখে এক মিনিটের জন্য প্রতীকী অন্ধকারে রাখা হয় গোটা চুয়াডাঙ্গা শহর। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সহায়তায় রাত সাড়ে ১০টা থেকে ১০.৩১টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া জেলা শহরের সব জায়গায় এই প্রতীকী অন্ধকার (ব্ল্যাক আউট) কর্মসূচি পালন করা হয়। এছাড়াও সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনী করে জেলা তথ্য অফিস।

যুব মহিলা লীগের মোমবাতি প্রজ্জ্বলন:

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে শহিদদের স্মরণে চুয়াডাঙ্গা শহিদ হাসান চত্ত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা যুব মহিলা লীগ। গতকাল রাত ৮টায় চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের নেতৃত্বে যুব মহিলা লীগের নের্তৃবৃন্দ শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সহসভাপতি পূর্ণিমা হালদার, শিউলী খাতুন, ইভা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলিজা খাতুন, জাহানারা খাতুন, সাংগঠনিক সম্পাদক চিনি খাতুন, অর্থবিষয়ক সম্পাদক চম্পা খাতুনসহ যুব মহিলা লীগের ওয়ার্ড, পৌরসভা ও সদর উপজেলা পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা।

দৈনিক সময়ের সমীকরণ-এর গণহত্যা দিবসে শ্রদ্ধা:

দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে গণহত্যা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টা বাজার ঠিক কয়েক মুহূর্ত আগে থেকেই সমীকরণ পরিবার গণহত্যা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পত্রিকার সকল কাজ কিছুক্ষণের জন্য বন্ধ রেখে প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ঠিক রাত ১০.৩০টা থেকে ১০.৩১টা ১ মিনিটে প্রতীকী ব্লাক আউটের সময় নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, সহকারী ডেস্ক ইনচার্জ রুদ্র রাসেল, প্রধান কম্পিউটার অপারেটর বিএ জীবন, অনলাইন ডেস্ক ইনচার্জ সালেকিন মিয়া সাগর, হাসপাতাল প্রতিবেদক সাকিব আল হাসান প্রমুখ।

আলমডাঙ্গা:

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। গতকাল সকাল সাড়ে ৮টায় আলমডাঙ্গা বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় বধ্যভূমি হলঘরে ৭১-এর গণহত্যা, মুক্তিযুদ্ধে সকল শহিদ, ১৫ আগস্ট জাতির পিতা ও তার পরিবার, জাতীয় চার নেতাসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদীর গনু, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, প্রেসক্লাব সম্পাদক হামিদুল আজম প্রমুখ।

পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি ও বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম প্রমুখ। এদিকে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক এবং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে নিজ নিজ প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচিত পালন করে। এছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

দামুড়হুদা:

দামুড়হুদায় গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আসির উদ্দিন, রুস্তম আলী, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, উপজেলা সমবায় অফিসার হারুন অর রসিদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফয়জুল ইসলাম প্রমুখ।

জীবননগর:

জীবননগরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন প্রমুখ।

গাংনী:

গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এর আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল।

এসময় আরও বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, আমিরুল ইসলাম, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেণ্টু প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালো রাতের হত্যাযজ্ঞ ও নিষ্ঠুরতার বিষয়ে বলেন এবং সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন।

ঝিনাইদহ:

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঝিনাইদহে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় আয়োজন করা হয়। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে সভায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।