ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জীবনের লক্ষ্য থাকা উচিত ভালো মানুষ হওয়ার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষা জীবনের একটি টার্নিং পয়েন্ট। এখানে ভালো করলে সামনে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এখান থেকে ছিটকে পড়লে সামনের দিকে ঝামেলা হয়ে যায়। এখনও পরীক্ষার এক মাস সময় আছে। নিজেকে এই মাসে ঝালাই করে নিতে হবে। এক মাস সময় দিলেও ভালো করা যায়। জীবনের সাথে সম্পৃক্ত নয়, এমন কিছু পুস্তকে নেই। আমরা যা পরীক্ষার খাতায় লিখে পাশ করি, তা জীবনের সাথে সম্পর্কযুক্ত। এক মাসে অনেক পড়া যায়। মন দিয়ে পড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘এই স্কুলে তোমরা শুরু থেকেই ছিলে। এই স্কুলকে তোমরা হয়ত মিস করবা। মনে রাখবা, মোটা দাগে বলতে গেলে জীবনে ভালো মানুষ হতে হবে। লক্ষ্য ও উপলক্ষ থাকবে। লক্ষ্য থাকা উচিত ভালো মানুষ হওয়ার। মূল বিষয় ভালো মানুষ হতে হবে। বড় পদে বসলে হবে না, ভালো মানুষ না হলে রাষ্ট্র উপকৃত হয় না। বরঞ্চ ক্ষতিগ্রস্ত হয়। ভালো মানুষের দ্বারা রাষ্ট্রের ক্ষতি হয় না।’

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিজ্ঞানের শিক্ষক ইমরুল হাসান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক হাসিবুর রহমান। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী হুমায়রা শবনম কবির। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ফারিহা হক ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে জিরার হাসান অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে ৭০ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক নুসরাত জাহান করবির প্রাণবন্ত উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক গাজী সরোয়ার, সাইফুল ইসলাম, আব্দুস সামাদসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবনের লক্ষ্য থাকা উচিত ভালো মানুষ হওয়ার

আপলোড টাইম : ০৯:২৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষা জীবনের একটি টার্নিং পয়েন্ট। এখানে ভালো করলে সামনে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এখান থেকে ছিটকে পড়লে সামনের দিকে ঝামেলা হয়ে যায়। এখনও পরীক্ষার এক মাস সময় আছে। নিজেকে এই মাসে ঝালাই করে নিতে হবে। এক মাস সময় দিলেও ভালো করা যায়। জীবনের সাথে সম্পৃক্ত নয়, এমন কিছু পুস্তকে নেই। আমরা যা পরীক্ষার খাতায় লিখে পাশ করি, তা জীবনের সাথে সম্পর্কযুক্ত। এক মাসে অনেক পড়া যায়। মন দিয়ে পড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘এই স্কুলে তোমরা শুরু থেকেই ছিলে। এই স্কুলকে তোমরা হয়ত মিস করবা। মনে রাখবা, মোটা দাগে বলতে গেলে জীবনে ভালো মানুষ হতে হবে। লক্ষ্য ও উপলক্ষ থাকবে। লক্ষ্য থাকা উচিত ভালো মানুষ হওয়ার। মূল বিষয় ভালো মানুষ হতে হবে। বড় পদে বসলে হবে না, ভালো মানুষ না হলে রাষ্ট্র উপকৃত হয় না। বরঞ্চ ক্ষতিগ্রস্ত হয়। ভালো মানুষের দ্বারা রাষ্ট্রের ক্ষতি হয় না।’

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিজ্ঞানের শিক্ষক ইমরুল হাসান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক হাসিবুর রহমান। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী হুমায়রা শবনম কবির। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ফারিহা হক ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে জিরার হাসান অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে ৭০ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক নুসরাত জাহান করবির প্রাণবন্ত উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক গাজী সরোয়ার, সাইফুল ইসলাম, আব্দুস সামাদসহ শিক্ষক-শিক্ষার্থীরা।