ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:৪৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / ৪১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন করে বিএনপিসহ যুগপৎ আন্দোলন সঙ্গীরা। বিদ্যুৎ, চাল, ডাল, তেল, কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ‘বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন’ ও বেগম খালেদা জিয়ার ‘নিঃশর্ত মুক্তি’সহ ১০ দফা দাবি আদায়ের উদ্দেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।

চুয়াডাঙ্গা:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘সারা দেশের আইন-আদালতকে মুজিব কোর্টে পরিণত করা হয়েছে। এই মুজিব কোর্টের হাত থেকে বাঁচতে হলে সকল সচেতন দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। জালেম-জুলুমবাজ বিনা ভোটের সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দলন চালিয়ে যেতে হবে।’ এসময় তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে লড়াই-সংগ্রাম করতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত মানববন্ধনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাহিত্য পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, মহিলা দলের সভানেত্রী রউফ উর নাহার রিনা, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা পৌর বিএনপির সমন্বয় নেতা হাবিবুর রহমান বুলেট, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সমন্বয় নেতা মো. শাহাজাহান, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাড. ওহিদুল আলম মানি খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম ও জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। মানবন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আনোয়ার হোসেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা বিএনপির সদস্য আবুল হোসেন তোহা, নূরনবী ছামদানী, মহিলা দলের নেত্রী সালমা জাহান পারুল। এছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি, আলমডাঙ্গা উপজেলা বিএনপি, আলমডাঙ্গা পৌর বিএনপি, চুয়াডাঙ্গা পৌর বিএনপি, দামুড়হুদা উপজেলা বিএনপি, জীবননগর উপজেলা বিএনপি, জীবননগর পৌর বিএনপি, দর্শনা থানা বিএনপি, দর্শনা পৌর বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়দাবাদী ছাত্রদলসহ বিএনপির সকল ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মেহেরপুর:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি মানববন্ধন পালন করেছে। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি থেবে বক্তব্য দেন বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ওপর জনগণের ভরসা উঠে গেছে। বিনিয়োগকারীদের বিশ্বাস উঠে গেছে। তাই এই সরকারের পতন ছাড়া বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগ করবে না, দ্রব্যমূল্যের দামও কমবে না। হাসিনার পতনই দেশ রক্ষার একমাত্র পথ।’ মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সহসভাপতি আব্দুর রহমান, আব্দুল্লাহ আলমগীর খান ছাতু ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো।

ঝিনাইদহ:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘শেখ হাসিনার কোনো কূটকৌশলে এখন আর কাজ হবে না। বিএনপির আন্দোলন এখন জনতার আন্দোলনে পরিণত হয়েছে। হাসিনার কোনো নোংরা খেলায় আর কাজ হবে না।’ গতকাল শনিবার ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন শামসুজ্জামান দুদু।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি দলীয় অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করে। শামসুজ্জামান দুদু আরও বলেন, অতীতে আমরা দেখেছি নানা ষড়ষন্ত্রের মাধ্যমে কোনো ঘটনা সরকার ঘটিয়ে বিএনপির ওপর চাপানোর চেষ্টা করেছে। বিএনপির ঘাড়ে দোষ চাপানো অতীতের অপকৌশলকে নতুনভাবে তারা শুরু করেছে শেখ হাসিনা। সরকারের ব্যর্থতার কারণে দেশের বিভিন্ন ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছেন তিনি।

দুদু বলেন, সরকারের পতন সামনের দিনে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন বিএনপির কর্মসূচি শেষ হবে না। এই সমাবেশ গণআন্দোলনের রূপ নেবে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে দুদু বলেন, ‘আপনারা ১৪ লাখ হাজার কোটি টাকা মেরে দিবেন। টাকা মেরে বিদেশ পাঠাবেন, আর আমরা তা মেনে নেব? তা হবে না। গণতন্ত্র কেড়ে নিবেন আর আমার দেশের মানুষ ঘরে বসে থাকবে তা আপনারা ভাববেন না।’ গতকাল ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারাদেশে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন

আপলোড টাইম : ০৭:৪৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন করে বিএনপিসহ যুগপৎ আন্দোলন সঙ্গীরা। বিদ্যুৎ, চাল, ডাল, তেল, কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং ‘বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন’ ও বেগম খালেদা জিয়ার ‘নিঃশর্ত মুক্তি’সহ ১০ দফা দাবি আদায়ের উদ্দেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করে দলটি।

চুয়াডাঙ্গা:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘সারা দেশের আইন-আদালতকে মুজিব কোর্টে পরিণত করা হয়েছে। এই মুজিব কোর্টের হাত থেকে বাঁচতে হলে সকল সচেতন দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। জালেম-জুলুমবাজ বিনা ভোটের সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দলন চালিয়ে যেতে হবে।’ এসময় তিনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে লড়াই-সংগ্রাম করতে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত মানববন্ধনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাহিত্য পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, মহিলা দলের সভানেত্রী রউফ উর নাহার রিনা, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা পৌর বিএনপির সমন্বয় নেতা হাবিবুর রহমান বুলেট, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সমন্বয় নেতা মো. শাহাজাহান, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাড. ওহিদুল আলম মানি খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম ও জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। মানবন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আনোয়ার হোসেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা বিএনপির সদস্য আবুল হোসেন তোহা, নূরনবী ছামদানী, মহিলা দলের নেত্রী সালমা জাহান পারুল। এছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি, আলমডাঙ্গা উপজেলা বিএনপি, আলমডাঙ্গা পৌর বিএনপি, চুয়াডাঙ্গা পৌর বিএনপি, দামুড়হুদা উপজেলা বিএনপি, জীবননগর উপজেলা বিএনপি, জীবননগর পৌর বিএনপি, দর্শনা থানা বিএনপি, দর্শনা পৌর বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়দাবাদী ছাত্রদলসহ বিএনপির সকল ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মেহেরপুর:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি মানববন্ধন পালন করেছে। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি থেবে বক্তব্য দেন বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ওপর জনগণের ভরসা উঠে গেছে। বিনিয়োগকারীদের বিশ্বাস উঠে গেছে। তাই এই সরকারের পতন ছাড়া বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগ করবে না, দ্রব্যমূল্যের দামও কমবে না। হাসিনার পতনই দেশ রক্ষার একমাত্র পথ।’ মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সহসভাপতি আব্দুর রহমান, আব্দুল্লাহ আলমগীর খান ছাতু ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো।

ঝিনাইদহ:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘শেখ হাসিনার কোনো কূটকৌশলে এখন আর কাজ হবে না। বিএনপির আন্দোলন এখন জনতার আন্দোলনে পরিণত হয়েছে। হাসিনার কোনো নোংরা খেলায় আর কাজ হবে না।’ গতকাল শনিবার ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন শামসুজ্জামান দুদু।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি দলীয় অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করে। শামসুজ্জামান দুদু আরও বলেন, অতীতে আমরা দেখেছি নানা ষড়ষন্ত্রের মাধ্যমে কোনো ঘটনা সরকার ঘটিয়ে বিএনপির ওপর চাপানোর চেষ্টা করেছে। বিএনপির ঘাড়ে দোষ চাপানো অতীতের অপকৌশলকে নতুনভাবে তারা শুরু করেছে শেখ হাসিনা। সরকারের ব্যর্থতার কারণে দেশের বিভিন্ন ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছেন তিনি।

দুদু বলেন, সরকারের পতন সামনের দিনে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন বিএনপির কর্মসূচি শেষ হবে না। এই সমাবেশ গণআন্দোলনের রূপ নেবে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে দুদু বলেন, ‘আপনারা ১৪ লাখ হাজার কোটি টাকা মেরে দিবেন। টাকা মেরে বিদেশ পাঠাবেন, আর আমরা তা মেনে নেব? তা হবে না। গণতন্ত্র কেড়ে নিবেন আর আমার দেশের মানুষ ঘরে বসে থাকবে তা আপনারা ভাববেন না।’ গতকাল ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।