ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

উথলী ইউপি নির্বাচনে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / ৩৮ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হান্নান ও বিদ্রোহী প্রার্থী আবজালুর রহমান ধীরু পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাঁরা পরষ্পরের বিরুদ্ধে প্রচার-প্রচারণায় বাঁধা, হামলা ও হুমকি-ধামকির অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন:
জীনননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কর্মী-সমর্থকদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন আওয়ালী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আবজালুর রহমান ধীরু। গতকাল শনিবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে উথলী ইউনিয়নবাসীর আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ধীরু বলেন, ‘গত শুক্রবার রাত ৯টার দিকে ১৫ থেকে ১৬টি মোটরসাইকেলযোগে একদল বহিরাগত দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে মহড়া দিতে দিতে মোল্লাবাড়ির দিকে যায়। এসময় তারা আমার বাড়ির প্রাচীরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। পরে তারা গ্রামের ফকির মিয়ার চায়ের দোকানের সামনে পৌঁছে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার সমর্থক আকাশ ও সাহাঙ্গীর হোসেনসহ ৬ জনকে মারধর করে ভোটের মাঠে গেলে খুন ও গুমের হুমকি দেয়। হামলায় আকাশের বাম হাতের তিনটি আঙুলের শির কেটে গেছে। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে বহিরাগতদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে সবাই পালিয়ে গেলেও দর্শনার পরাগপুর এলাকার মহিদুলের ছেলে সোহানকে (২৫) ধরে গণপিটুনি দেয় গ্রামবাসী। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।’
ধীরু অভিযোগ করেন, ‘হামলার সময় সেখানে পুলিশের একটি টহল দল থাকলেও তারা এগিয়ে আসেনি। হামলাকারীদের কেউ উথলীর বাসিন্দা না। তারা সবাই দর্শনা থেকে এসেছে। ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে বহিরাগতদের এনে এ হামলা করা হয়েছে। তারা চায় ভোটাররা যেন ভোট দিতে কেন্দ্রে যেতে না পারে। এ জন্য তারা এলাকায় ভাড়াটে লোকজন এনে ভয়-ভীতি দেখাচ্ছে। শুরু থেকেই নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াতে সরাসরি হুমকি-ধামকি দিয়ে আসছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা।’
আবজালুর রহমান ধীরু আরও বলেন, এ হামলার ঘটনায় জীবননগর থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে। শনিবার (গতকাল) বিকেলে লিখিত অভিযোগ এবং রোববার (আজ) জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হবে। এসময় তিনি বহিরাগতদের হামলার তীব্র্র প্রতিবাদ জানান ও সুষ্ঠু নির্বাচনসহ জানমালের নিরাপত্তার দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হামলার শিকার সাহাঙ্গীর হোসেন, আকাশ, প্রার্থীর প্রস্তাবকারী আব্দুর রাজ্জাক, সমর্থক আহাদ আলী, মতিয়ার রহমান, সবদুল, বাবু প্রমুখ।
আ.লীগ মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে নৌকার নির্বাচনী প্রচার-প্রচারণায় বিদ্রোহী প্রার্থী মো. আবজালুর রহমান ধীরুর কর্মী-সমর্থকেরা বাঁধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হান্নান। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় জীবননগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন আব্দুল হান্নান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল হান্নান বলেন, ‘আমি উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী। প্রতীক বরাদ্দের পর থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার করছিলাম। তবে বিদ্রোহী প্রার্থী ধীরু আমার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। বাইরে থেকে গুন্ডা এনে আমার কর্মী-সমর্থকদের শায়েস্তা করতে চাচ্ছিলেন।’ আব্দুল হান্নান আরও বলেন, ‘গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নৌকার পক্ষে আমার কর্মী মো. আমেজদ আলীর ছেলে মো. রিপনসহ কয়েকজন প্রচার করছিল। এসময় ধীরুর কর্মী মো. আহাদ, হাবেল মন্ডল, রায়হান ও মো. পতনের নেতৃত্বে ২০-২৫ জন আমার কর্মীদের ওপর হামলা করে। তারা রিপনের আত্মীয় সোহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সোহান বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।’
আব্দুল হান্নান দাবি করেন, গতকাল শনিবার সকাল থেকে জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের নিয়ে ধীরুর লোকজন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তারা ভয় দেখিয়ে বলছে, নৌকার পক্ষে ভোট চাইলে সবার অবস্থা সোহানের মতো হবে। এমতাবস্থায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা আতঙ্কিত। তাই আব্দুল হান্নান নির্র্বিঘ্নে ভোটের প্রচার চালাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুকুর আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

উথলী ইউপি নির্বাচনে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

আপলোড টাইম : ০৭:২৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

সমীকরণ প্রতিবেদন:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হান্নান ও বিদ্রোহী প্রার্থী আবজালুর রহমান ধীরু পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাঁরা পরষ্পরের বিরুদ্ধে প্রচার-প্রচারণায় বাঁধা, হামলা ও হুমকি-ধামকির অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন:
জীনননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কর্মী-সমর্থকদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন আওয়ালী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আবজালুর রহমান ধীরু। গতকাল শনিবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে উথলী ইউনিয়নবাসীর আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ধীরু বলেন, ‘গত শুক্রবার রাত ৯টার দিকে ১৫ থেকে ১৬টি মোটরসাইকেলযোগে একদল বহিরাগত দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে মহড়া দিতে দিতে মোল্লাবাড়ির দিকে যায়। এসময় তারা আমার বাড়ির প্রাচীরে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। পরে তারা গ্রামের ফকির মিয়ার চায়ের দোকানের সামনে পৌঁছে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার সমর্থক আকাশ ও সাহাঙ্গীর হোসেনসহ ৬ জনকে মারধর করে ভোটের মাঠে গেলে খুন ও গুমের হুমকি দেয়। হামলায় আকাশের বাম হাতের তিনটি আঙুলের শির কেটে গেছে। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে বহিরাগতদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে সবাই পালিয়ে গেলেও দর্শনার পরাগপুর এলাকার মহিদুলের ছেলে সোহানকে (২৫) ধরে গণপিটুনি দেয় গ্রামবাসী। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।’
ধীরু অভিযোগ করেন, ‘হামলার সময় সেখানে পুলিশের একটি টহল দল থাকলেও তারা এগিয়ে আসেনি। হামলাকারীদের কেউ উথলীর বাসিন্দা না। তারা সবাই দর্শনা থেকে এসেছে। ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে বহিরাগতদের এনে এ হামলা করা হয়েছে। তারা চায় ভোটাররা যেন ভোট দিতে কেন্দ্রে যেতে না পারে। এ জন্য তারা এলাকায় ভাড়াটে লোকজন এনে ভয়-ভীতি দেখাচ্ছে। শুরু থেকেই নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াতে সরাসরি হুমকি-ধামকি দিয়ে আসছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা।’
আবজালুর রহমান ধীরু আরও বলেন, এ হামলার ঘটনায় জীবননগর থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে। শনিবার (গতকাল) বিকেলে লিখিত অভিযোগ এবং রোববার (আজ) জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হবে। এসময় তিনি বহিরাগতদের হামলার তীব্র্র প্রতিবাদ জানান ও সুষ্ঠু নির্বাচনসহ জানমালের নিরাপত্তার দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হামলার শিকার সাহাঙ্গীর হোসেন, আকাশ, প্রার্থীর প্রস্তাবকারী আব্দুর রাজ্জাক, সমর্থক আহাদ আলী, মতিয়ার রহমান, সবদুল, বাবু প্রমুখ।
আ.লীগ মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে নৌকার নির্বাচনী প্রচার-প্রচারণায় বিদ্রোহী প্রার্থী মো. আবজালুর রহমান ধীরুর কর্মী-সমর্থকেরা বাঁধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হান্নান। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় জীবননগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন আব্দুল হান্নান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল হান্নান বলেন, ‘আমি উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী। প্রতীক বরাদ্দের পর থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার করছিলাম। তবে বিদ্রোহী প্রার্থী ধীরু আমার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। বাইরে থেকে গুন্ডা এনে আমার কর্মী-সমর্থকদের শায়েস্তা করতে চাচ্ছিলেন।’ আব্দুল হান্নান আরও বলেন, ‘গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নৌকার পক্ষে আমার কর্মী মো. আমেজদ আলীর ছেলে মো. রিপনসহ কয়েকজন প্রচার করছিল। এসময় ধীরুর কর্মী মো. আহাদ, হাবেল মন্ডল, রায়হান ও মো. পতনের নেতৃত্বে ২০-২৫ জন আমার কর্মীদের ওপর হামলা করে। তারা রিপনের আত্মীয় সোহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সোহান বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।’
আব্দুল হান্নান দাবি করেন, গতকাল শনিবার সকাল থেকে জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের নিয়ে ধীরুর লোকজন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তারা ভয় দেখিয়ে বলছে, নৌকার পক্ষে ভোট চাইলে সবার অবস্থা সোহানের মতো হবে। এমতাবস্থায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা আতঙ্কিত। তাই আব্দুল হান্নান নির্র্বিঘ্নে ভোটের প্রচার চালাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুকুর আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম।